ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বাবরের চেয়ে রিজওয়ান ভালো অধিনায়ক: শাহীন আফ্রিদি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২১ ২০:৩১:২০
বাবরের চেয়ে রিজওয়ান ভালো অধিনায়ক: শাহীন আফ্রিদি

২০১৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন বাবর। তার অধীনে খেলা ৪০ ম্যাচের ২৬টিতে জয় লাভ করেছে পাকিস্তান। এদিকে হেরেছে ৯টি ম্যাচে। সর্বশেষ ৯ ম্যাচের আটটিতেই জয় পেয়েছে পাকিস্তান।

এদিকে ওয়ানডেতে ৯ ম্যাচের ৪টিতে জিতেছে তার দল। টেস্টে বাবরের অধীনে একটি টেস্ট হারলেও পাকিস্তান জয় পেয়েছে সাতটি ম্যাচে। পরিসংখ্যানের দিক থেকে বেশ সফল বাবর। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিলেও এখন পর্যন্ত জাতীয় দলের অধিনায়কত্ব করা হয়নি রিজওয়ানের।

বাবরের চেয়ে রিজওয়ানকে এগিয়ে রাখার অবশ্য ব্যাখ্যা দিয়েছেন শাহীন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রিজওয়ানের ব্যক্তিত্ব পছন্দ করি। আমি খাইবার পাখতুনখাওয়ার থেকে ঘরোয়া প্রতিযোগিতা খেলা শুরু করেছি। আমি তাকে সেরা হিসেবে মূল্যায়ন করব। যেহেতু বাবর জাতীয় দলের হয়ে দুর্দান্ত কাজ করছে তাই তাকে দুইয়ে রাখব।’

অধিনায়ক হিসেবে বাবরকে দুইয়ে রাখলেও ব্যাটার হিসেবে তাকে সবার উপরে রেখেছেন শাহীন। যেখানে তিনি জানিয়েছেন, বাবর তার পছন্দের এবং নাম্বার ওয়ান ব্যাটার। বাবরের অধীনে জাতীয় দল অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে সেটি অবশ্য স্বীকার করেছেন শাহীন।

বাঁহাতি এই পেসার বলেন, ‘বাবর আজম আমার প্রিয় ব্যাটার এবং এক নম্বর ব্যাটার। জাতীয় দলের অধিনায়ক হিসেবে সে দারুণ কাজ করছে এবং তার অধীনে আমরা অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ