ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বিপিএল নিয়ে ধোঁয়াশা, এখনও চূড়ান্ত হয়নি ফ্রাঞ্চাইজি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২২ ১৭:৫৭:৪৫
বিপিএল নিয়ে ধোঁয়াশা, এখনও চূড়ান্ত হয়নি ফ্রাঞ্চাইজি

এসব প্রশ্নের উত্তর জানা যাবে আজ। তেমন আভাস মিলেছিল আগেই। বিসিবি সভাপতি নাজমুল হাসানের কথা শুনেও মনে হচ্ছিল, আজ বুঝি সত্যিই বিপিএলের জট খুলবে; কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের কথা শুনে মনে হচ্ছে, এখনো অনেক কিছুই চূড়ান্ত হয়নি।

সবচেয়ে বড় কথা, কোন ছয় করপোরেট হাউজ হবে এবারের ফ্র্যাঞ্চাইজি? সেটাই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।

প্রথমত করোনা নিয়ে যে শঙ্কা তা নিয়ে দারুণ চিন্তিত বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেন, ‘বিপিএল নিয়ে এবার একটু অনিশ্চয়তা ছিল। করোনা পরিস্থিতির কারণে নিউজিল্যান্ডে দল খেলতে পারবে কি না, করোনা ফলাফল কী হবে এসব বিবেচনা করতে হয়েছে। আমাদের সব প্রস্তুতিই ছিল।’

সব দিক চিন্তা করে ছয়টি দল চূড়ান্ত করা হয়েছে বলে জানান ইসমাইল হায়দার মল্লিক। তবে এই ছয়টি দলের ফ্রাঞ্চাইজি কারা, তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ছয়টি দল প্রায় চূড়ান্ত। এই দলগুলোকে আমরা কিছু শর্ত দিয়েছি, যেমন- টাকা জমা দেওয়া, পার্টিসিপেশন মানি জমা দেওয়া।

আজকালকের মধ্যে যারা দিয়ে দেবে তাদের আমরা গ্রহণ করব। না হলে আমাদের আরও দু-তিনটি আগ্রহী ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলা আছে, মানে ব্যাকআপ আছে আমাদের। এই ছয়টির মধ্যে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা আছে। এই ছয়টি দলকে নিয়ে বিপিএল আয়োজন করার ব্যাপারে ঠিক করেছি।’

মল্লিক আরও জানান, দল চূড়ান্ত হওয়ার পর থাকবে প্লেয়ার্স ড্রাফট। সেটা কবে? মল্লিকের জবাব, দুটো তারিখের কথা বলে রেখেছি। একটি ২৭ ডিসেম্বর, না হলে ৩-৫ জানুয়ারি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ