ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

পিএসএলকে ‘না’ বলে বিপিএলেকে বেছে নিলেন আফগানিস্তানের তারকা স্পিনার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২২ ২২:০৪:৪০
পিএসএলকে ‘না’ বলে বিপিএলেকে বেছে নিলেন আফগানিস্তানের তারকা স্পিনার

ক্যারিয়ারের শুরুতেই বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে খেলেছিলেন মুজিব। এই আফগান ক্রিকেটার আবারও পাকিস্তান ও বাংলাদেশের টি-টোয়েন্টি লিগের মাঝে বেছে নিলেন বাংলাদেশের টুর্নামেন্টকেই। মুজিবের সাথে ইতোমধ্যে কথাবার্তা পাকাপোক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশালের মালিকপক্ষ।

বিপিএলের সম্পূর্ণ আসর জুড়েই মুজিবকে দলে পাবে বরিশাল। তবে মুজিব ছাড়াও আর যেসব বিদেশি ক্রিকেটারদের সাথে দলটি কথা বলেছিল তারা সম্পূর্ণ আসর খেলতে পারবেন না। আন্দ্রে রাসেল ও স্যাম বিলিংসের নাম শোনা গেছে ইতোমধ্যে। তবে রাসেল সম্পূর্ণ আসর খেলতে পারবেন না, টুর্নামেন্টের শেষ দিকে তার কিছু ম্যাচ খেলার সম্ভাবনা আছে। অপরদিকে, বিলিংস বরিশালের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারের সাথেও কথাবার্তা বলছে ফ্র্যাঞ্চাইজিটি। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দানুশকা গুণাথিলাকার সাথে কথা বলছে বরিশাল। সম্প্রতি দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন লেগ স্পিনার হাসারাঙ্গা। গুণাথিলাকাও টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করেছেন।

বিপিএলের নিয়ম অনুযায়ী, প্লেয়ার্স ড্রাফটের বাইরেও দেশের একজন ক্রিকেটারকে এবং বিদেশের তিনজন ক্রিকেটারকে সরাসরি দলে নেওয়া যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ