ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

এখনো অনেক খেলা বাকি আছে আমার : তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৩ ১১:০১:২৩
এখনো অনেক খেলা বাকি আছে আমার : তামিম

গত জুন মাসে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার সময় চোট পেয়েছিলেন তামিম। সেই চোট নিয়েই যান জিম্বাবুয়ে সফরে। তবে খেলতে পারেননি টেস্ট ও টি-টোয়েন্টি। কেবল ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরেন তামিম। পুনর্বাসন শেষে নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে আবার পড়েন চোটে। আবার ছিটকে যান মাঠ থেকে।

নেপালে হাতে চোট পাওয়ার পর থেকে এতদিন মাঠের বাইরেই ছিলেন তামিম। সম্প্রতি তিনি ফিরেছেন মাঠে। করছেন অনুশীলন। দীর্ঘ দিন মাঠে বাইরে থাকা তামিম প্রচন্ড মিস করেছেন ক্রিকেটকে। বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,

“এই চার মাস আমি ক্রিকেটকে প্রচন্ড মিস করেছি। পরিবারকে সময় দিতে পেরেছি, এটা ভালো। কিন্তু দিনশেষে ক্রিকেটকে মিস করেছি। কারণ আমি কখনো এতো লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিলাম না। সর্বোচ্চ হয়তো এক মাসের জন্য ছিলাম। এই তিন-চার মাস আমার জন্য অনেক কঠিন ছিল।”

চলমান বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দিয়ে ক্রিকেটে ফেরার আশা করছেন তামিম, “এই খেলায় ইঞ্জুরি আসলে জীবনেরই একটা অংশ। তাই এটা আপনাকে মেনে নিতে হবে। এখন আমি ব্যাটিং শুরু করেছি। আশা করি, বিসিএলে যদি একটা ম্যাচ খেলতে পারি। নাহলে বিপিএলে ইনশাআল্লাহ খেলবো। তাই দ্রুতই ছন্দে ফেরার আশা করছি।”

ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি বা কষ্ট আছে কিনা এই প্রশ্নের জবাবে তামিম বলেন, তার ক্যারিয়ারের এখনো অনেক খেলা বাকি আছে। ক্যারিয়ারের শেষ লগ্নে গিয়েই এই প্রশ্নের উত্তর দিবেন তিনি।

তামিমের ভাষায়, “এখনো অনেক খেলা বাকি আছে আমার। যেদিন আমি ক্যারিয়ারে শেষ বছরে থাকব, ওইদিন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে কী অর্জন করতে পারলে আমি হতাম। এখনো অনেক আমার কিছু অর্জন করার আছে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ