ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ব্রেকিং নিউজ: চমক দিয়ে দেশের সেরা স্পিনারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়ালো চট্টগ্রাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৩ ১২:১৩:৪৬
ব্রেকিং নিউজ: চমক দিয়ে দেশের সেরা স্পিনারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়ালো চট্টগ্রাম

চট্টগ্রাম চ্যালেঞ্জারস বড় খবরের আভাস দিয়ে রেখেছিল আগেই। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় সেই বড় খবর প্রকাশ করা হয়। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, নাসুমকে সরাসরি দলভুক্ত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

গত মৌসুমে চট্টগ্রামের হয়ে ১৩ ম্যাচে মোট ৪২ ওভার বল করে ৬ উইকেট পান নাসুম। উইকেটশিকারিদের মধ্যে পিছিয়ে থাকলেও তার ইকোনোমি রেট ছিল অন্য বোলারদের জন্য ঈর্ষান্বিত হওয়ার মত। পুরো আসর জুড়ে ৪০ ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে নাসুমের চেয়ে ভালো ইকোনোমি রেট ছিল মাত্র ৬ বোলারের, যাদের আবার ৩ জনই পেসার।

সেই পারফরম্যান্স নাসুমকে জাতীয় দলে সুযোগ পেতেও সাহায্য করেছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে, ‘আনকোরা নাসুম আহমেদকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই সর্বশেষ বিপিএলে দলে নিয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসলেন, দেখলেন আর জয় করলেন, বাকি গল্পটা এরকম। চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলেই সোজা জাতীয় দল।’

টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ এই সদস্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয় এনে দিয়েছিলেন। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তার ওপর এবারও আস্থা রেখেছে চট্টগ্রাম।

বিবৃতিতে বলা হয়, ‘টি টোয়েন্টি ফরম্যাটের অপরিহার্য এই বাঁহাতি স্পিনারের উপরই সবার আগে আমাদের আস্থা। নতুন আসরের জন্য আমরা নাসুমকেই বেছে নিয়েছি ডিরেক্ট সাইনিংয়ে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ