ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ব্রেকিং নিউজ: আগামী বছর বাড়বে বিপিএলের প্রাইজমানি, আশ্বাস বিসিবির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৩ ১৯:৫৫:৩৪
ব্রেকিং নিউজ: আগামী বছর বাড়বে বিপিএলের প্রাইজমানি, আশ্বাস বিসিবির

এবার চ্যাম্পিয়ন দল পাবে এক কোটি টাকা, রানার-আপ দলের প্রাইজমানি ৫০ লাখ টাকা। সমসাময়িক অন্যান্য লিগে প্রাইজমানি আরও বেশি। করোনার কারণে গত বছর বিপিএল আয়োজন করতে পারেনি বিসিবি। এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল টুর্নামেন্টটি মাঠে ফেরানো।

নবম আসর থেকে তাই বিপিএলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। তখন প্রাইজমানিও বাড়বে, আশ্বাস দিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘আপনারা জানেন এটা একটা ওয়ান অফ ইভেন্ট হচ্ছে। সেভাবেই এটা পরিকল্পনা করা।’ বিপিএল নিয়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘অনেক কিছু আছে, যা আগেই আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আগামীতে পরিকল্পনা আছে। তখন হয়ত এই বিষয়গুলো আরও বড় আকারে দেখা যেতে পারে।’

এবার বিপিএল ও পিএসএল (পাকিস্তান সুপার লিগ) মাঠে গড়াচ্ছে একই সময়ে। পিএসএলে যে বিদেশি ক্রিকেটাররা খেলবেন, তাদের বিপিএলে পাওয়া যাবে না। বিগত আসরগুলোর মত মানসম্পন্ন বিদেশিদের অংশগ্রহণ এবার দেখা যাবে কি না, সেই প্রশ্ন তাই উঠছেই।

নিজামউদ্দিন সুজন বলেন, ‘আপনারা জানেন, ড্রাফটের বাইরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির ৩ জন করে বিদেশী খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে। সুতরাং তাদের সাথে কি চুক্তি হচ্ছে কিংবা কারা আসছে এ বিষয়গুলো আমাদের যে নির্ধারিত সময় আছে ড্রাফটের, তার আগেই জানতে পারব। আমরা হয়ত কালকে বুঝতে পারব কারা থাকবে আর কারা সরে যাবে। এখনই কিছু বলা যাচ্ছে না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ