ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ব্রেকিং নিউজ: পাল্টে গেলো মুস্তাফিজের ঠিকানা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৩ ২২:২৮:৫৫
ব্রেকিং নিউজ: পাল্টে গেলো মুস্তাফিজের ঠিকানা

তবে শেষ পর্যন্ত তামিম নিজেই জানিয়েছেন কুমিল্লার হয়ে এবারের বিপিএলে খেলছেন না তিনি। যেকোনো দলের হয়েই এই ব্যাটসম্যানকে দেখা যেতে পারে এমন তথ্যও নিশ্চিত করেন তিনি।

এদিকে তামিম ইকবালের পরিবর্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দলে নিয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এই পেসারকে দলে নেয়ার ক্ষেত্রে অবশ্য চেষ্টা চালিয়ে গিয়েছিল সিলেট সানইরাইজার্স তবে শেষ পর্যন্ত তার সাথে চুক্তি করতে পারেনি তারা। আর এই সুযোগে কুমিল্লা দলে নিয়েছে মুস্তাফিজকে।

বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল তাদের স্কোয়াডে একজন দেশি ক্রিকেটার দলে নিতে পারবে প্লেয়ার্স ড্রাফটের বাইরে। এক্ষেত্রে ক্যাটাগরিভিত্তিক যে মূল্য নির্ধারন করে দেয়া হয়েছে প্লেয়ার্স ড্রাফটে তাও থাকছে না। একই শর্তে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের স্কোয়াডে নিতে পারবে তিনজন বিদেশি ক্রিকেটারও।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার আগেই অবশ্য তিনজন বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস, ইংলিশ অলরাউন্ডার মঈন আলি এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারাইনকে দলে নিয়েছে কুমিল্লা।

উল্লেখ্য, এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে ২৭ ডিসেম্বর। ড্রাফটের আগে দেশি এবং বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারন করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যেখানে সর্বোচ্চ ৭০ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন দেশি ক্রিকেটাররা। আর বিদেশি ক্রিকেটাররা পাচ্ছেন সর্বোচ্চ প্রায় ৬০ লাখ টাকা। ড্রাফট থেকে কোন ক্যাটাগরি থেকে কতজন ক্রিকেটার দলে নেয়ার সুযোগ রয়েছে তা এখনও খোলাসা করেনি বিপিএল কর্তৃপক্ষ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ