ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বিপিএলের প্রাইজমানি নিয়ে সমালোচনার ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৪ ১০:৩১:৩৪
বিপিএলের প্রাইজমানি নিয়ে সমালোচনার ঝড়

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, বিপিএল চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার ১ কোটি টাকা। রানারআপ দল পাবে ৫০ লাখ টাকা পুরস্কার।

বিপিএল প্রাইজমানির এই সংখ্যাটা শুনেই সবার মধ্যে বিস্ময় জেগেছে। তৈরি হয়েছে নানা সমালোচনা। কারণ, প্রতিটি ফ্রাঞ্চাইজিকে দল নিতেই বিসিবির কাছে জমা দিতে হচ্ছে চারকোটি টাকা করে। এরপর দল সাজানো, কোচিং প্যানেল, টুর্নামেন্ট পরিচালনা- সব মিলিয়ে কম করে ৭-৮ কোটি টাকা খরচ হয়ে যাবে প্রতিটি ফ্রাঞ্চাইজির।

অথচ, চ্যাম্পিয়ন দল পাবে মাত্র ১ কোটি টাকা! রানারআপ দল পাবে ৫০ লাখ টাকা! বাকি অংশগ্রহণকারী দলগুলোর জন্য কী পুরস্কার থাকছে সে কথা কিন্তু জানানো হয়নি।

সমালোচনার ঝড় উঠেছে, যেখানে বিসিবির ৯০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে, বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড সেখানে তাদের কাছ থেকে এমন কার্পণ্য আশা করা যায় না। আবার, করোনার কারণে হয়তো এবার বিপিএলের উদ্বোধনটা জাঁকজমকপূর্ণ করা হচ্ছে না। কিন্তু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে হলে কতটাকা খরচ করতো বিসিবি? সে তুলনায়, প্রাইজমানির পরিমাণ এত নগণ্য!

বৃহস্পতিবার এর ব্যখ্যায় বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য এবং বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন বলেন, ‘আপনারা জানেন, এটা একটা ওয়ান অফ ইভেন্ট হচ্ছে। সেভাবেই এটা পরিকল্পনা করা। অনেক কিছু আছে, যেটা আমাদের আগের যে পরিকল্পনা ছিল এবং বিপিএলের নির্ধারিত মডিউল ছিল..., লং টার্ম একটা আমাদের আগামীতে পরিকল্পনা আছে যে শুরু করব। তখন হয়তো এই বিষয়গুলো আরও বড় আকারে দেখা যেতে পারে।'

দাবি করা হয়ে থাকে আইপিএলের পর নাকি বিপিএল সেরা! কিন্তু এবার আইপিএলে চ্যাম্পিয়ন দলের পুরস্কার ছিল বাংলাদেশের মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা। এমনকি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চ্যাম্পিয়নরা পেয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা এবং সিপিএল চ্যাম্পিয়নের প্রাইজমানি ছিল ৮ কোটি টাকার।

শুধু তাই নয়, বিপিএলে প্রতিযোগিতার মান আর সম্প্রচার নিয়ে প্রতিবারই একগাদা প্রশ্ন থাকে। এবার নতুন করে যোগ হলো প্রাইজমানি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ