ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

নিউজিল্যান্ডের উইকেট যা ভাবছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৪ ১৪:১২:৩৮
নিউজিল্যান্ডের উইকেট যা ভাবছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের গতিময় ও বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত নয় বাংলাদেশ। নিউজিল্যান্ডে পৌঁছে প্রস্তুতিও শুরু করতে হয়েছে প্রত্যাশিত সময়ের চেয়ে দেরিতে। তবুও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বলছেন, উইকেট কোনো দ্বিধায় ফেলছে না, অন্তত ব্যাটারদের।

প্রিন্সের ভাষায়, ‘এখন পর্যন্ত নিউজিল্যান্ডে আমাদের দিন দুয়েকের অনুশীলন হয়েছে। বাইরে আসতে পারাটা দারুণ। বোলাররা ধীরেসুস্থে এগিয়ে চলেছে। ব্যাটসম্যানরা জোরেশোরেই চালিয়ে যাচ্ছে। কয়েকটি ভালো সেশন হয়েছে আমাদের। নিউজিল্যান্ডের কয়েকজন নেট বোলারকে আমরা পেয়েছি। আমাদের অনেকে সাইড আর্ম থ্রোয়ার নিয়ে ব্যাটারদের সঙ্গে কাজ করছি।’

প্রস্তুতিতে সন্তুষ্ট ব্যাটিং কোচ জানালেন, অনুশীলন ভেন্যুর উইকেট নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দল। তিনি বলেন, ‘আমাকে বলতেই হবে, আমাদের ব্যাটারদের খুব ভালো মনে হচ্ছে। আমার মনে হয়, আমাদের ব্যাটাররা নিউজিল্যান্ডে ব্যাটিং উপভোগ করবে। এই ইউনিভার্সিটি মাঠে অনুশীলন পিচগুলো খুব ভালো। বাউন্স খুবই সমান। আমাদের ছেলেরা এই স্বস্তি পাচ্ছে যে, নিউজিল্যান্ডের বাউন্সে ভরসা রাখা যায়। হ্যাঁ, কিছুটা সিম মুভমেন্ট থাকবে। তবে সেটা প্রত্যাশিত।’

আগামী ১ জানুয়ারি শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে দল পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে বিশ্বাস প্রিন্সের। তিনি বলেন, ‘ছেলেদের ট্রেনিং ভালো মনে হচ্ছে। কেবলই শুরু হলো, প্রথম টেস্টের আগে আরও ৭-৮ দিন আছে। আস্তে আস্তে আমরা উন্নতি করতে চাইব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ