ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

এশিয়া কাপ: নেপালকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৪ ১৬:৩৬:৪৬
এশিয়া কাপ: নেপালকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ

টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৯ রান যোগ করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মফিজুল ইসলাম এবং ইফতিকার হোসেন। ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন মফিজুল ইসলাম। এরপর দলীয় ৬৭ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার ইফতিকার হোসেন।

২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আইচ মোল্লাকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন প্রান্তিক নওরোজ। দলীয় ১০৫ রানের মাথায় ২২ রান করে প্যাভিলিয়নে ফেরেন আইস মোল্লা। তবে এরপর মোঃ ফাহিমকে সাথে নিয়ে ১১৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন প্রান্তিক নওরোজ।

৫৪ বলে তিন টিচার এবং তিনটি ছক্কা হাঁকিয়ে ৫৪ রান করে রিটায়ার্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোঃ ফাহিম। তবে অন্য প্রান্ত থেকে আপন তাহলে খেলতে থাকেন প্রান্তিক। তুলে নেন সেঞ্চুরি।

ফাহিম বিদায় নিলেও সেঞ্চুরির পর আরও বিধ্বংসী রূপে খেলতে থাকেন প্রান্তিক। তার সাথে যোগ দেন মেহরাব হোসেন। ১৫ বলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ২১ রান করেন মেহরাব। ১১২ বলে ১১টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ১২৭ রান করে অপরাজিত থাকেন প্রান্তিক নওরোজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ