ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

এশিয়া কাপ: এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৪ ১৮:৪৯:৪৯
এশিয়া কাপ: এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

জবাবে ব্যাট করতে নেমে নেপাল ভালো শুরু পায়নি। দ্বিতীয় ওভারে দলীয় ৫ রানে অর্জুন কুমালকে হারিয়ে ফেলে দলটি। এরপর দলীয় ২১ রানে দেব খানাল ও ২৩ রানে সন্তোষ কার্ক ধরেন সাজঘরের পথ।

এরপর দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৮১ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটলে নেপাল কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। বিবেক কুমার যাদবের ৩৪ বলে ২৬ ও গুলশান কুমারের ২৮ বলে ৩৫ রানের ইনিংস অবশ্য পরাজয়ের ব্যবধান কিঞ্চিত কমাতে সাহায্য করেছে। তবে তারা দুজন সাজঘরে ফিরলে ১৪৩ রানে গুটিয়ে যায় নেপাল।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব, অধিনায়ক রাকিবুল হাসান, এস এম মেহরব হাসান ও নাইমুর রহমান নয়ন।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৯৭/৪ (৫০ ওভার)

নাবিল ১২৭*, ফাহিম ৫৮* (রিটায়ার্ড হার্ট), আইচ ২২, মেহরব ২১, ইফতি ২১ মাহফিজুল ১৭

তিলক ৩১/১, আদিল ৪৩/১

নেপাল অনূর্ধ্ব-১৯ দল : ১৪৩/১০ (৪২.৩ ওভার)

গুলশান ৩৫, বিবেক ৩৩

মেহরব ২০/২, সাকিব ২২/২, রাকিবুল ২৫/২, নয়ন ৪৫/২

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৫৪ রানে জয়ী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ