ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

আমি ভাবতে পারিনি, আমি টেস্ট খেলার সুযোগ পাব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৪ ২০:৩৫:১০
আমি ভাবতে পারিনি, আমি টেস্ট খেলার সুযোগ পাব

বেশ কয়েকবার বাদ পড়েছেন। আবার ফিরেও এসেছেন। ২০১৮ সালের পর বহুদিন দলে সুযোগই পাননি। তবে ইংল্যান্ড সফরে বন্ধু ও বহুদিনের সতীর্থ মায়াঙ্ক আগরওয়ালের চোট তার জন্য জাতীয় দলের দরজা আবারও খুলে দেয়। ইংল্যান্ডের মাটিতে ৮ ইনিংসে ৩১৫ রান করে দলে নিজের জায়গা পাকা করে ফেলেন। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সহ-অধিনায়ক তো বটেই, ভবিষ্যতে অধিনায়ক হিসেবেও তাকে দেখা হচ্ছে।

২০১৯ সালে সিডনির পর আগামী রবিবার সেঞ্চুরিয়ানে রাহুল ও মায়াঙ্ক আবার একসঙ্গে ওপেন করবেন। বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে মায়াঙ্কের সঙ্গে আলাপচারিতায় রাহুল বলেন, ‘ছয়-সাত মাস বা বছরখানেক আগেও ভাবতে পারিনি যে আমি আবার টেস্ট খেলার সুযোগ পাব। তবে সব কিছুই খুব দ্রুত পরিবর্তিত হয়েছে এবং আমি খুবই খুশি ও গর্বিত যে আমার ওপর এই সফরের জন্য সহ-অধিনায়কত্বের এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। নিজের সেরাটা দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ