ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

এশিয়া কাপ: এইমাত্র শেষ হলো কুয়েত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৫ ১৮:২২:২১
এশিয়া কাপ: এইমাত্র শেষ হলো কুয়েত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

এছাড়া অন্যান্যদের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন। কুয়েতের পক্ষে আব্দুল শফিক তিনটি এবং মোহাম্মদ উমর ও হেনরি থমাস দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুয়েতের শুরুটা মোটেও ভালো হয়নি। শ্লথ রানের গতি শুরু থেকেই ভুগিয়েছে দলটিকে। পঞ্চম ওভারে দলীয় ৫ রানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মুশফিক হাসান। এরপর একে একে উইকেট হারাতে থাকে কুয়েত। শেষপর্যন্ত গুটিয়ে যায় মাত্র ৬৯ রানে, ২৫.৩ ওভারে।

দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুইজন। এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ার আপ্রাণ চেষ্টা করা ওপেনার মিত ভভসার ৭৭ বলে ৪৩ রান করেন। ২৭ বলে ১১ রান করেন মির্জা আহমেদ।

বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল শিকার করেন তিনটি উইকেট। এছাড়া এস এম মেহরব হোসেন ও অধিনায়ক রাকিবুল হাসান দুটি করে এবং মুশফিক হাসান ও নাইমুর রহমান নয়ন একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : কুয়েত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৯১/১০ (৪৯.২ ওভার)

মাহফিজুল ১১২, মেহরব ৪২, তাহজিবুল ২৫, আরিফুল ২৩, আইচ ২০

সাদিক ৪০/৩, উমর ৪৫/২

কুয়েত : ৬৯/১০ (২৫.৩ ওভার)

ভভসার ৪৩, মির্জা ১১

রিপন ১০/৩, রাকিবুল ১১/২, মেহরব ১৪/২

ফল : বাংলাদেশ ২২২ রানে জয়ী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ