ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

রুটের সামনে রেকর্ডের হাতছানি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৭ ১৯:৪২:৪৫
রুটের সামনে রেকর্ডের হাতছানি

৬১ রানে ১ উইকেট নিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন সকাল বেলায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। হারিয়ে ফেলে আরও তিনটি উইকেট। নাথান লায়ন (১০), মারনাস লাবুশেন (১) ও স্টিভেন স্মিথ (১৬) প্রথম সেশনেই বিদায় নেন। ১১০ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এই টানা ধাক্কা সামাল দেন ট্রেভিস হেড ও মারকাস হ্যারিস।

পঞ্চম উইকেটে ৬১ হেড ও হ্যারিসের রানের জুটি ভাঙেন ওলি রবিনসন। হেড বিদায় নেন ৪৮ বলে ২৭ রানে। তারপর আর বেশিক্ষণ টেকেননি হ্যারিস। অ্যান্ডারসনের শিকার হন তিনি। হ্যারিসের ব্যাট থেকে আসে ১৮৯ বলে ৭৬ রান। ক্যামেরন গ্রীন ১৯ রান ও অ্যালেক্স ক্যারি ১৭ রান করে মাঠ ছাড়েন। ২১৯ রানে ৮ উইকেট পড়ে অস্ট্রেলিয়ার।

অধিনায়ক প্যাট কামিন্স করেন ৩২ বলে ২১ রান। মিচেল স্টার্কের ব্যাট থেকে আসে অপরাজিত ২৪ রান। অস্ট্রেলিয়া অলআউট হয় ২৬৭ রানে। ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন নেন চারটি উইকেট। দুইটি করে উইকেট পান রবিনসন ও মার্ক উড।

প্রথম ইনিংসে ৮২ রানের লিড পায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই আবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। স্টার্ক ও স্কট বোল্যান্ড দুইটি করে উইকেট নিয়েছেন। দিন শেষে ক্রিজে আছেন জো রুট ও বেন স্টোকস। রুট অপরাজিত আছেন ১২ রানে। তার সামনে রয়েছে মোহাম্মদ ইউসুফের গড়া এক বছরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ভাঙার হাতছানি।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ১৮৫/১০ (৬৫.১ ওভার)রুট ৫০, বেয়ারস্টো ৩৫, স্টোকস ২৫;লায়ন ৩/৩৬, কামিন্স ৩/৫৪।

অস্ট্রেলিয়া ২৬৭/১০ (৮৭.৫ ওভার)হ্যারিস ৭৬, ওয়ার্নার ৩৮, স্মিথ ১৬, লাবুশেন ১;অ্যান্ডারসন ৪/৩৩, রবিনসন ২/৬৪, উড ২/৭১।

ইংল্যান্ড ৫১ রানে পিছিয়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

তিন কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা

তিন কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি সম্প্রতি ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিয়েছে। এর মধ্যে শুধুমাত্র গ্রামীণফোন শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১১০ শতাংশ... বিস্তারিত