রুটের সামনে রেকর্ডের হাতছানি

৬১ রানে ১ উইকেট নিয়ে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন সকাল বেলায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। হারিয়ে ফেলে আরও তিনটি উইকেট। নাথান লায়ন (১০), মারনাস লাবুশেন (১) ও স্টিভেন স্মিথ (১৬) প্রথম সেশনেই বিদায় নেন। ১১০ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এই টানা ধাক্কা সামাল দেন ট্রেভিস হেড ও মারকাস হ্যারিস।
পঞ্চম উইকেটে ৬১ হেড ও হ্যারিসের রানের জুটি ভাঙেন ওলি রবিনসন। হেড বিদায় নেন ৪৮ বলে ২৭ রানে। তারপর আর বেশিক্ষণ টেকেননি হ্যারিস। অ্যান্ডারসনের শিকার হন তিনি। হ্যারিসের ব্যাট থেকে আসে ১৮৯ বলে ৭৬ রান। ক্যামেরন গ্রীন ১৯ রান ও অ্যালেক্স ক্যারি ১৭ রান করে মাঠ ছাড়েন। ২১৯ রানে ৮ উইকেট পড়ে অস্ট্রেলিয়ার।
অধিনায়ক প্যাট কামিন্স করেন ৩২ বলে ২১ রান। মিচেল স্টার্কের ব্যাট থেকে আসে অপরাজিত ২৪ রান। অস্ট্রেলিয়া অলআউট হয় ২৬৭ রানে। ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন নেন চারটি উইকেট। দুইটি করে উইকেট পান রবিনসন ও মার্ক উড।
প্রথম ইনিংসে ৮২ রানের লিড পায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই আবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। স্টার্ক ও স্কট বোল্যান্ড দুইটি করে উইকেট নিয়েছেন। দিন শেষে ক্রিজে আছেন জো রুট ও বেন স্টোকস। রুট অপরাজিত আছেন ১২ রানে। তার সামনে রয়েছে মোহাম্মদ ইউসুফের গড়া এক বছরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ভাঙার হাতছানি।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১৮৫/১০ (৬৫.১ ওভার)রুট ৫০, বেয়ারস্টো ৩৫, স্টোকস ২৫;লায়ন ৩/৩৬, কামিন্স ৩/৫৪।
অস্ট্রেলিয়া ২৬৭/১০ (৮৭.৫ ওভার)হ্যারিস ৭৬, ওয়ার্নার ৩৮, স্মিথ ১৬, লাবুশেন ১;অ্যান্ডারসন ৪/৩৩, রবিনসন ২/৬৪, উড ২/৭১।
ইংল্যান্ড ৫১ রানে পিছিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন আবেদন পদ্ধতি ও ফি
- চলছে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: যেভাবে আবেদন করবেন জানুন এক নজরে!
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু ১৭ তারিখ: কিভাবে আবেদন করবেন ও ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা, আবেদন করবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: সরাসরি দেখুন (Live)
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন কিভাবে আবেদন করবেন, ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদনের নিয়ম, ফি ও সময়সীমা
- আজ শুরু এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: মোবাইল দিয়ে আবেদন করবেন যেভাবে
- এইচএসসি রেজাল্ট ২০২৫: এক নজরে জানুন কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন
- মায়ের অসুস্থতা, দেরিতে আসা, সেই আনিসার এইচএসসির ফল প্রকাশ
- hsc result 2025 dhaka board: অনলাইন ও SMS এ দ্রুত ফল জানবেন যেভাবে
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর রেজাল্ট কবে দিবে
- এইচএসসি ফল ২০২৫: শতভাগ পাস ৩৪৫ শিক্ষা প্রতিষ্ঠানে, ফেল ২০২ প্রতিষ্ঠানে
- বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: আপনার HSC খাতা কি আবার নতুন করে দেখা হবে? নম্বর বাড়ে যে ৪ কারণে!
- চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: সরাসরি দেখুন এখানে (Live)