বিপিএলে দল না পাওয়াতে একটি বিষয়কে দায়ী করলেন আশরাফুল

মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেনের মতো তারকারা দলই পাননি। এতো ক্রিকেটারদের ভিড়ে দল না পাওয়ার বিষয়টিকে অবশ্য স্বাভাবিকভাবেই দেখছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম ‘তারকা’ আশরাফুল। ড্রাফটের পরও ক্রিকেটার দলে ভেড়াতে পারবে দলগুলো। সেদিই তাকিয়ে আছেন সাবেক এই অধিনায়ক।
ড্রাফটে দল না পাওয়ার আর এক কারণ হিসেবে ভালো যোগাযোগ না থাকা বা দুরত্ব তৈরি হওয়ার বিষয়টিও উল্লেখ করলেন আশরাফুল। অনুশীলন করেন নিজ বাসার কাছেই, অনুশীলনের জন্য নিয়মিত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যাওয়া হয় না। ক্রিকেটপাড়ায় সকলের সঙ্গে খুব ভালো যোগাযোগ নেই তার। সেটাও দল না পাওয়ার বড় কারণ বলে মনে করছেন সাবেক অধিনায়ক।
বিপিএল দল না পাওয়ার প্রসঙ্গে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সারাবাংলার সঙ্গে আলাপকালে আশরাফুল বলছিলেন, ‘রান পাচ্ছিলাম (ঘরোয়া ক্রিকেটে)। সে হিসেবে প্রত্যাশা ছিল (দল পাবো)। ড্রাফটের সব ক্রিকেটারই তো প্রত্যাশা করেছিল দল পাবে কিন্তু দলের সংখ্যাও কম। তাছাড়া আমার যে পজিশন সেটার কারণেও হয়তো হয়নি। আমি তো ওপেনিং করতে পছন্দ করি। আর এগুলা দলে জায়গা পেতে হলে সম্পর্কটা খুবই জরুরী। আমার তো একটু দূরত্ব আছে সবার সাথে। আমি আছি আমার মতো করে।’
দুরত্বটা কেমন? জানতে চাইলে আশরাফুল বলেন, ‘দুুরত্ব মানে যেমন ধরেন যোগাযোগ রাখা, সবার সঙ্গে একটা সম্পর্ক। কিন্তু আমি তো আমার মতো থাকি। খেলার সময় খেলি, খেলা না থাকলে আমি আমার সার্কেল নিয়ে থাকি। যেমন ধরেন আমি যদি মিরপুর গিয়ে প্র্যাকটিস করতাম তাহলে সবার সঙ্গে একটা যোগাযোগ থাকত। কিন্তু আমি প্র্যাকটিস করি আমার বাসার সামনেই, আমি আমার মতো করি।’
২০১৩ সালের মে মাসের পর থেকে জাতীয় দলের বাইরে আশরাফুল। ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ ছিলেন বহুদিন। সাবেক অধিনায়ক বারবারই আবারও জাতীয় দলে ফেরার প্রত্যাশা এবং নিজেকে প্রমাণের কথা বলে এসেছেন। বিপিএল দল না পাওয়াটা সেই প্রত্যাশায় ধাক্কা দিল কিনা জানতে চাইলে আশরাফুল বলেন, ‘না, বিপিএলে খেলতে না পারলে সেটা আমার ইচ্ছার ওপর প্রভাব ফেলবে না।’
‘বিপিএল হলো টি-টোয়েন্টি খেলা। তাছাড়া বিষয়টাকে আমি স্বাভাবিক ভাবেই দেখছি। এতগুলো ক্রিকেটারদের মধ্য থেকে দল না পেতেই পারি। আবার চান্স আসতেও পারে। দলগুলোর এখনো প্লেয়ার নেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে ভালো খেলতে পারলে সুযোগ আসতেও পারে।’
সবকিছু ঠিক থাকলে অষ্টম বিপিএল মাঠে গড়াবে ২১ জানুয়ারী। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জেনেনিন সৌদি আরবে আকামা করতে কত খরচ হয়
- SSC 2025 বোর্ড চ্যালেঞ্জ ফল কবে প্রকাশ হবে? ভর্তি হবে কীভাবে?
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- চেলসি বনাম পিএসজি ফাইনাল: পরিসংখ্যান, লাইভ ম্যাচ ও ভবিষ্যদ্বাণী
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ২য় টি-টোয়েন্টি ২০২৫: একাদশ ও সময়সূচি একনজরে
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম নেপাল: ২-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ
- পুঁজিবাজারে ৮ কোম্পানি ঘোষণা করলো বোর্ড সভার তারিখ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০: দুই দলের সম্ভাব্য একাদশ ও ম্যাচ সময়সূচী
- বাংলাদেশ বনাম নেপাল: আজ মাঠে নামছে দুই দল, জেনে নিন সময় সূচি
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ ফল কবে, বদলালে ভর্তি হবে কীভাবে?
- ১ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৮৬টি শেয়ার কেনার ঘোষণা