ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ডাবল সেঞ্চুরি করে সবাইকে কড়া জবাব দিলেন মোহাম্মদ শামি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ২৯ ১৪:৪৮:৫৫
ডাবল সেঞ্চুরি করে সবাইকে কড়া জবাব দিলেন মোহাম্মদ শামি

আগের দিন তার বোলিং তোপেই সেঞ্চুরিয়ান টেস্টে লিড পেয়েছে ভারত। একই দিনে দারুণ দুটি দারুণ মাইলফলক স্পর্শ করেছেন শামি। যার একটি ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো করেছেন এ ভারতীয় পেসার।

প্রথম ইনিংসে ৩২৭ রান করেই ১৩০ রানের লিড পেয়েছে ভারত। যার মূল কৃতিত্বই শামির। প্রোটিয়াদের গুঁড়িয়ে দিতে শামি ৫ উইকেট নেন ৪৪ রানের খরচায়। এইডেন মার্ক রাম ও কিগান পিটারসেনকে বোল্ড করে দিয়েছেন। আর টেম্বা বাভুমা, উইয়ান মুল্ডার ও কাগিসো রাবাডাকে পরিণত করেন উইকেটরক্ষকের ক্যাচে।

এ ফাইফার তুলে নেওয়ার পথে টেস্ট ক্যারিয়ারের ২০০তম উইকেট তুলে নিলেন শামি। তিন বছর আগে এই সেঞ্চুরিয়ানেই কেশভ মহারাজকে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করে নিজের শততম উইকেটটি পেয়েছিলেন তিনি। একই প্রতিপক্ষের বিপক্ষে একই মাঠে ক্যারিয়ারের ১০০ ও ২০০তম টেস্ট উইকেট নেওয়ার কীর্তি বিশ্বের আর কোনো বোলারের নেই।

ভারতের ১১তম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন শামি। আর পেসারদের মধ্যে পঞ্চম। শামির আগে ভারতের হয়ে টেস্টে এ কৃতিত্ব অর্জন করেছেন অনিল কুম্বলে, কপিল দেব, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, ইশান্ত শর্মা, জাহির খান, বিষেণ সিং বেদি, চন্দ্রশেখর, শ্রীনাথ ও রবীন্দ্র জাদেজা।

কপিল, ইশান্ত, জাহির ও শ্রীনাথের পর শামি হলেন ভারতের পঞ্চম পেসার যিনি এই মাইলফলক স্পর্শ করলেন। ক্যারিয়ারের ৫৫তম টেস্টে ২০০ উইকেট নিলেন শামি। কপিল দেব ৫০তম টেস্টে এবং শ্রীনাথ ৫৪তম টেস্টে এমন কৃতিত্ব অর্জন করেছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

তিন কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা

তিন কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি সম্প্রতি ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিয়েছে। এর মধ্যে শুধুমাত্র গ্রামীণফোন শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১১০ শতাংশ... বিস্তারিত