ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

আমি আর কত রান করব, রান তো তুষার ভাইও করেছিলেন কিছু পেয়েছিলেন : নাঈম ইসলাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ৩০ ১০:৩২:১১
আমি আর কত রান করব, রান তো তুষার ভাইও করেছিলেন কিছু পেয়েছিলেন : নাঈম ইসলাম

তুষার ইমরানের পর প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন তিনি। কিন্তু তবুও জাতীয় দলে উপেক্ষিত ছিলেন নাঈম ইসলাম। জাতীয় দলে সুযোগ না পাওয়ায় তাই হতাশ প্রকাশ করলেন নাঈম ইসলাম। গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে এক অনুষ্ঠানে নাঈম ইসলাম বলেন, “আমি আর কত রান করব… রান তো তুষার ভাইও করেছিলেন। কিছু পেয়েছিলেন?”

“কেউ দেখুক আর না দেখুক, কেউ বিবেচনায় আনুক আর না আনুক; ২২ গজে প্রতিবার নতুন ইনিংস শুরুর সময় তার ভাবনায় দোলা দেয় একটা কথাই, ‘পারফরম্যান্স তো মূল বিষয়। আমি আমার মতো করে খেলে যাব। যদি পারফরম্যান্স করতে পারি, অবশ্যই আমার জন্য দরজা খোলা থাকবে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ