ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপ সেমি ফাইনাল: দেখেনিন বাংলাদেশকে যত রানের টার্গেট দিল ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ৩০ ১৫:০৬:৪১
এশিয়া কাপ সেমি ফাইনাল: দেখেনিন বাংলাদেশকে যত রানের টার্গেট দিল ভারত

যদিও রশিদ ছাড়া আর কেউই বলার মত স্কোর গড়তে পারেননি। তবে এক প্রান্ত আগলে রেখে রশিদ দলকে এনে দেন সম্মানজনক সংগ্রহ। ১০৮ বলে গড়া তার ৯১ রানের অপরাজিত ইনিংস প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের বোলিং আক্রমণের বিরুদ্ধে।

নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৩৪ রান। অন্যান্যদের মধ্যে ভিকি অস্তাল অপরাজিত ২৮* (১৮ বলের মোকাবেলায়), অধিনায়ক ইয়াশ ঢুল ২৬ ও রাজ বাওয়া ২৩ রান করেন।

বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাকিবুল শিকার করেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান, এসএম মেহরব ও আরিফুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ভারত অনূর্ধ্ব-১৯ দল : ২৪৩/৮ (৫০ ওভার)রশিদ ৯১*, ভিকি ২৮*, ঢুল ২৬রাকিবুল ৪১/৩, নাইমুর ৩৬/১, মেহরব ৩৬/১, আরিফুল ৩৭/১, সাকিব ৫১/১

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২৪৪ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ