ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মোহাম্মদ শামিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ৩০ ২৩:০২:২৮
মোহাম্মদ শামিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন কোহলি

তিনি বলেছেন, ২০১৯সত্যি বলতে, শামি বিশ্বমানের প্রতিভা, বিশ্বমানের বোলার। আমার মতে এই মুহূর্তে শামি বিশ্বের সেরা তিন পেসারের একজন। তার শক্তিশালী কবজি, সিমের অবস্থান এবং একই লেংথে ধারাবাহিকভাবে বোলিং করে যাওয়া সত্যিই অসাধারণ। শামি ২০০ উইকেট পাওয়ায় আমি খুব, খুব খুশি। পুরো ম্যাচেই তার বোলিংয়ের প্রভাব আমরা টের পেয়েছি। যেভাবে বোলাররা বল করেছে, তাতেই বোঝা যায় কঠিন পরিস্থিতিতে কিভাবে আমরা জিততে পারি।২০১৯

শামির পাশাপাশি বাকি দুই পেসার জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজও বল হাতে আগুন ঝরিয়েছেন। ম্যাচ শেষে শুধু বোলার নয়, ব্যাটারদের প্রশংসা করেছেন কোহলি, ২০১৯বিদেশের মাটিতে আগে ব্যাট করতে নামা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু মায়াঙ্ক এবং রাহুল যেভাবে শুরু করেছিল, অবশ্যই তাদের প্রশংসা প্রাপ্য। আমরা জানতাম যে ৩০০-৩২০-র টার্গেট দিলে জিততে পারব। এটাও জানতাম বোলাররা বাকি কাজটা করে দিতে পারবে।২০১৯

আগামী ৩ জানুয়ারি জোহানেসবার্গে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভারত এই ভেন্যুতেই সর্বশেষ জয় পেয়েছিল। জয় দিয়ে সিরিজ শুরু করায় খুশি বিরাট কোহলি। আগামী ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ২০১৯সফরটা নিখুঁতভাবে শুরু হলো। একটা দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরও জিতেছি। এতেই বোঝা যায় আমাদের দলের দক্ষতা কত বেশি। এবার জোহানেসবার্গে খেলার জন্য বরাবরই মুখিয়ে আছি।২০১৯

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ