ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ৩১ ০৯:২৯:৩৪
সালাউদ্দিনের মন্তব্য নিয়ে যা বললেন তামিম

পঞ্চপান্ডব প্রসঙ্গ ছাড়াও দেশসেরা ওপেনার তামিম ইকবাল কথা বলেন আরও নানা বিষয়ে। তামিম বলেন, পঞ্চপান্ডব কোনো ট্রফি দিতে পারেনি এটা সত্য। কিন্তু বাংলাদেশ এশিয়া কাপ ফাইনাল খেলবে কিংবা সেমিফাইনাল খেলবে তা দেশের মানুষ কেউ ভাবেনি। এটাও একটা অর্জন। সামনে আরও বেশ কয়েকটি টুর্নামেন্ট আছে। আশা করি স্যারকে নিরাশ করবো না।

পঞ্চপান্ডব সম্পর্কে তামিম বলেন, এই নাম আমরা দেইনি। এটা মিডিয়ার দেয়া। তবে পঞ্চপান্ডব শুনতে ভালই লাগে। তবে বাংলাদেশ দলের অর্জন এই পাঁচজনের না। কমবেশি সবারই অবদান আছে। এছাড়া কয়েকদিন আগে সাকিব বলেছিলেন, পঞ্চপান্ডব প্রসঙ্গ আসলে আমার নামই প্রথম আসবে। এই ব্যাপারে তামিম বলেন, বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার সাকিব। এখানে কোনো সন্দেহ নাই। এই বিষয়ে কারও দ্বিমতও নাই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ