ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মুমিনুল বলেন, ‘নতুন বছর নিয়ে রোমাঞ্চিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ৩১ ১৩:৪৫:২৮
মুমিনুল বলেন, ‘নতুন বছর নিয়ে রোমাঞ্চিত

নতুন বছরে ভালো শুরুর প্রত্যাশায় 'রোমাঞ্চিত' মুমিনুল

টেস্ট শুরুর আগে দুই দলের অধিনায়ক।টেস্ট অধিনায়ক জানান, ফেলে আসা দিনগুলো নিয়ে না ভেবে নতুন বছর নিয়েই আপাতত ভাবছেন তিনি। তবে সেই ভাবনা পুরো বছরের সব খেলা নিয়ে নয়, বরং বর্তমান সিরিজেই তার পূর্ণ মনোযোগ।

মুমিনুল বলেন, ‘নতুন বছর নিয়ে রোমাঞ্চিত। আগে কী হয়েছে এসব নিয়ে চিন্তা না করে সামনের বছর কীভাবে ভালো করে শুরু করা যায় এটা নিয়ে চিন্তাভাবনা করছি। আসলেই আমি খুব এক্সাইটেড। শুরু ভালো হলে বাকিটাও ভালো যায়। নতুন বছরে বাংলাদেশকে ভালো অবস্থানে নিতে চাই। ভুলগুলো থেকে বের হয়ে ভালো খেলতে চাই।’

২০২২ সালে বেশ কিছু টেস্ট খেলবে বাংলাদেশ, যার বেশিরভাগই ঘরের বাইরে। বড় চ্যালেঞ্জগুলো নিয়ে একসাথে ভাবনা জড়ো না করে ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগিয়ে যাওয়ার প্রত্যয় মুমিনুলের।

তিনি বলেন, ‘আপাতত ২০২২ নিয়ে এত চিন্তা করছি না। এই সিরিজে কতটা ভালো খেলতে পারি এটা নিয়েই চিন্তা করছি। এক বছর টেস্টে কেমন করবেন এসব ভাবা খুব কঠিন। সামনে কঠিন সব কন্ডিশনে খেলব। ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগিয়ে যাওয়াই ভালো।’

নতুন বছরে ভালো করার প্রত্যাশা মুমিনুল শুনিয়েছেন গত দুই বছরও। যদিও মাঠে টেস্ট দলের পারফরম্যান্সে আশা-প্রত্যাশার প্রতিফলন নেই। এ নিয়ে প্রশ্ন করায় খানিক বিরক্তই হলেন অধিনায়ক। তার ভাষায়, ‘নতুন বছরে ভালো শুরুর কথা আমি সবসময়ই বলব। এই বছর যদি খারাপও যায়, দশ নম্বর হই, পরের বছর অধিনায়ক থাকলে আবারও আমি একই কথা বলব। আমি কখনই খারাপ চিন্তা করব না, ভালো চিন্তাই করব। খারাপ হলেও ভালো চিন্তা করব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ