ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সাকিবের বিষয় নিয়ে যা বললেন ডমিঙ্গো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ৩১ ১৩:৫৭:৩৮
সাকিবের বিষয় নিয়ে যা বললেন ডমিঙ্গো

সাকিবের অনুপস্থিতিতে তরুণদের কাছে ভালো পারফরম্যান্স প্রত্যাশা ডমিঙ্গোর।

সাকিবের এই অনুপস্থিতিকে দলের জন্য বড় ক্ষতি বলে অভিহিত করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে, সাকিবের উপস্থিতি দলে ভারসাম্য নিয়ে আসে।

ডমিঙ্গো বলেন, ‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই দলের জন্য বড় ক্ষতি। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, খুব সুন্দরভাবে দলটাকে ভারসাম্যপূর্ণ করে তোলে। টপ সিক্সে ব্যাট করতে পারে, বল হাতে উইকেট এনে দেয়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি। তবে তার অনুপস্থিতিকে তরুণরা কাজে লাগাতে পারে।’

দ্রুততম ক্রিকেটার হিসেবে ‘৪০০০’ রান ও ‘২০০’ উইকেটের এলিট ক্লাবে সাকিবব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে ছুটি নিয়েছেন সাকিব।শুধু সাকিব নন, এই সিরিজে নেই ওপেনার তামিম ইকবালও। আরেক অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ তো টেস্ট থেকে অবসরই নিয়ে ফেলেছেন। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি জুনিয়র তথা তরুণ ক্রিকেটাররা কাজে লাগাবেন, আশা ডমিঙ্গোর।

তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরেই আসলে কঠিন সময় যাচ্ছে। টেস্ট দল হিসেবে আমরা উন্নতি করছি। হয়ত ফলাফল সেটা বলছে না। কিন্তু আমরা এখন ভালো টেস্ট খেলছি। আমাদের ২-১ জন সেরা খেলোয়াড় দলে নেই। তবে তাদের জায়গায় তরুণরা এসেছে। নিউজিল্যান্ড খুব বেশি খেলার অভিজ্ঞতা তাদের নেই। নিউজিল্যান্ডে আমাদের রেকর্ড ভালো নয়। তরুণদের জন্য এটা ভালো সুযোগ।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ