ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সবাইকে অবাক করে বাংলাদেশের পরর্বতি সুপারস্টারের নাম জানালেন অধিনায়ক মোমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ৩১ ১৫:৪৪:১১
সবাইকে অবাক করে বাংলাদেশের পরর্বতি সুপারস্টারের নাম জানালেন অধিনায়ক মোমিনুল

সেই জয় এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে নিউজিল্যান্ড সফরে আছেন। কিছুদিন আগেও ঘরোয়া ক্রিকেট লীগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। এই জয়কে নিয়ে তাই দারুণ আশাবাদী বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক।

তিনি জানিয়েছেন একদিন সুপারস্টার ক্রিকেটার হবেন মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ডের আজ সংবাদ সম্মেলনে জাতীয় দলের এই তরুণ ব্যাটসম্যান কে নিয়ে অধিনায়ক মমিনুল হক বলেন,

“অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে যখন ১০০ করল, তখনই দেখে ভালো লেগেছিল। আমি ওকে নিয়ে খুবই আশাবাদী। আমার কাছে মনে হয় ও বাংলাদেশের সুপারস্টার হতে পারে।”

যুব বিশ্বকাপজয়ী এই ব্যাটসম্যানকে নিয়ে নিজের মুগ্ধতার কথা রাখঢাক না রেখেই বলে দেন মুমিনুল, “ওর সামনে এভাবে না বলাই ভালো। কিন্তু আমি ওকে নিয়ে মুগ্ধ। ওকে নিয়ে আশাবাদী, ওর বড় খেলোয়াড় হওয়ার সুযোগ আছে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ