ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

যুব এশিয়া কাপ ফাইনাল: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো শ্রীলঙ্কা বনাম ভারতের খেলা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ ডিসেম্বর ৩১ ২০:২৭:০৮
যুব এশিয়া কাপ ফাইনাল: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো শ্রীলঙ্কা বনাম ভারতের খেলা

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ফাইনালিস্ট শ্রীলঙ্কা। তবে ভারতীয় বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি লঙ্কান যুবারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান জড়ো করে দলটি।

দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পান মাত্র ৪ জন, তাদের কেউই আবার বিশের ঘোরে পৌঁছাতে পারেননি। ভারতের পক্ষে ভিকি ওস্তাল তিনটি ও কৌশল তাম্বে দুটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির বাগড়ায় পড়ে ভারতও। এতে ৩২ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১০২ রান। হারনুর সিং ৫ রান করে সাজঘরে ফিরলেও অংক্রিশ রঘুবাঁশির ৬৭ বলে ৫৬ ও শাইক রশিদের ৪৯ বলে ৩১ রানের অপরাজিত দুই ইনিংসে ২১.৩ ওভার মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর

টস : শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল : ১০৬/৯ (৩৮ ওভার)

রদ্রিগো ১৯*, রবিন ১৫

ওস্তাল ১১/৩, তাম্বে ২৩/২

ভারত অনূর্ধ্ব-১৯ দল : ১০৪/১ (২১.৩ ওভার)

রঘুবাঁশি ৫৬*, রশিদ ৩১*

রদ্রিগো ১২/১

ফল : ভারত অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে জয়ী (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ