ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নতুন বছরে সবার উদ্দেশ্যে যে বিশেষ বার্তা দিলেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০১ ১২:৪৮:০৪
নতুন বছরে সবার উদ্দেশ্যে যে বিশেষ বার্তা দিলেন মেসি

বিগত বছরটি অবশ্য মেসিকে দিয়েছে দু হাত ভরে। সেই সাথে কেড়ে নিয়েছে নিজের শৈশবের প্রিয় ক্লাবের সন্যিধ্যও। বছরের শেষ ভাগে এসে রেকর্ড সপ্তমবারের মতো তিনি নিজের করে নিয়েছেন বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি অর।

২০২১ এরপর এবার তার সামনে হাজির ২০২২। নতুন বছরটি অবশ্য আরও কঠিন সব চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে মেসির সামনে। এই বছরের শেষদিকে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এর আগে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার চ্যালেঞ্জ তো আছেই। লিগ ওয়ানেও গোল পাচ্ছেন না, এ নিয়েও শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

তবে ২০২২ সালে মেসির চাওয়া সবার সুস্বাস্থ্য। ২০২১ সালে নিজের সপ্তম ব্যালন ডি’অর জয় করা মেসি জানিয়েছেন, এই বছরটার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসি লিখেছেন, “আমি ২০২১ সালে যা কিছু পেয়ে বেঁচে থেকেছি, সবকিছুর জন্য কেবল ধন্যবাদই দিতে পারি। এমনকি অনেক মানুষ এই শেষ না হওয়া ভাইরাসের কারণে খারাপ সময় কাটানোর পরও। আশা করি ২০২২ সবার সুস্বাস্থ্য নিয়ে আসবে। নতুন বছরে আপনাদের সবার জন্য আমার এটাই প্রত্যাশা। সবাইকে উষ্ণ আলিঙ্গন।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ