ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

দুর্দান্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়েছেন ডেভন কনওয়ে।

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০১ ১৫:০৩:৫৬
দুর্দান্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়েছেন ডেভন কনওয়ে।

এরই সাথে গড়েছেন দারুণ এক রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে দেশের বাইরে অভিষেক ও দেশের মাটিতে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। এর আগে কোন ক্রিকেটার এই নজির গড়তে পারেনি।

৩০ বছর বয়সী ব্যাটার বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হককে নতুন বর্ষের ‘উপহার’ হিসেবে দেন নিজের উইকেট। চতুর্থ উইকেট হিসেবে ফেরার আগে ২২৭ বলে ১৬ চার ও ১ ছয়ে করেন ১২২ রান।

তার আগে টেস্ট ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নামা রস টেলরকে (৩১) নিজের দ্বিতীয় শিকার বানান শরীফুল ইসলাম। এর আগে ইনিংসের শুরুতে কিউই অধিনায়ক-ওপেনার টম ব্লান্ডেলকে (১) ফিরিয়ে স্বাগতিকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন টাইগার পেসার।

তবে কনওয়েকে নিয়ে সেই চাপ দারুণভাবে সামাল দেন আরেক ওপেনার উইল ইয়ং। এই জুটি ভাঙে দলীয় ১৩৯ রানে। ততক্ষণে ফিফটি তুলে নেন ইয়ং। কিউই ওপেনার রান আউট হওয়ার আগে ১৩৫ বলে ৬ চারে করেন ৫২ রান।

দিনের শেষ উইকেট টম ব্লান্ডেলকে (১১) বোল্ড করেন এবাদত হোসেন। কিউই উইকেটরক্ষক ফেরার সঙ্গে সঙ্গে ৮৭.৩ ওভারে প্রথম দিনের খেলার ইতি টানেন আম্পায়ার। রবিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন হেনরি নিকোলস (৩২)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ