ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সব পেসারই ভালো করেছে ওদের নিয়ে আমি গর্বিত : ওটিস গিবসন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০১ ১৫:১৪:০০
সব পেসারই ভালো করেছে ওদের নিয়ে আমি গর্বিত : ওটিস গিবসন

যেখানে সবসময় বাংলাদেশ দলকে স্পিন বোলিং নিয়ে দাপট দেখাতে দেখা যায় সেখানে শরিফুল ইসলামদের দাপুটে বোলিংয়ে দুই টেস্ট সিরজের প্রথম ম্যাচের প্রথম দিন নিউ জিল্যান্ডকে লাগামছাড়া হতে দেয়নি বাংলাদেশ। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। তাইতো দিনশেষে শিষ্যদের নিয়ে গর্বিত জাতীয় দলের বোলিং কোচ ওটিস গিবসন।

আজ ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় গিবসন বলেন, “এখানে সব পেসারই ভালো করেছে। ইবাদতও ভালো করেছে। ওদের জন্য এই কন্ডিশন কিন্তু অচেনা। আমরা একটু সামনে বল করেছি। সুইং করিয়েছি। দেখা যাবে এমন বোলিংয়ে হয়তো অন্যদিন আরও ২-৩টা উইকেট বেশি পড়েছে। কনওয়ে একটুর জন্য বেঁচে গেছে। তবে এটাই হয় আন্তর্জাতিক ক্রিকেটে। আজ অনেক গরমও ছিল। ওদের নিয়ে আমি গর্বিত।”

গিবসন বলেন, “প্রথম ঘণ্টায় আমরা দারুণ বোলিং করেছি। অনেকবার বল ব্যাটের পাশ দিয়ে গিয়েছে। দেখা যাবে এমন বোলিংয়ে হয়তো অন্যদিন আরও ২-৩টা উইকেট বেশি পড়েছে। কনওয়ে ভালো খেলেছে। দিন শেষে খেলাটা সাম্যাবস্থায় আছে।”

“আমরা বাংলাদেশের উইকেটে ঘাস দেখি না। এটা একটা বিষয়। আমরা ভেবেছিলাম শুরুতে মুভমেন্ট পাব এই উইকেট। সেটা পেয়েছিও। আজ গরমও ছিল। যে কারণে উইকেটের ভেজা ভাবটা বেশিক্ষন ছিল না। এখন অনেকটা ফ্ল্যাট উইকেট বলা যায়। তবে ছেলেরা যেভাবে বল করেছে তাতে আমি গর্বিত। ওরা সারাদিন ভালো বল করেছে। মিরাজ একটা প্রান্ত থেকে রান কম দিয়ে বল করে গেছে”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ