ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

‘বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০১ ১৮:৩৩:২২
‘বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম’

ফলে ভারতের পরের ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’, প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। তবে সেই ম্যাচও হেরে যায় ভারত। যে কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সম্ভবনা বেড়ে যায় ভারতের। ব্যর্থতার বোঝা কাঁধে নিয়েই ভারত ক্রিকেট দলের হেড কোচের পদ ছাড়েন শাস্ত্রী। প্রধান কোচ হিসেবে ব্যর্থ শাস্ত্রী বলেন টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ভয় কাজ করছিল ক্রিকেটারদের মধ্যে।

“পাকিস্তান সে দিন খুব ভালো খেলেছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। সেটা খেলায় বোঝা গিয়েছিল। জেতার কথা ভাবিনি আমরা। আত্মরক্ষা করার চেষ্টা করছিলাম। জেতার চেষ্টা করে হার হতেই পারে। কিন্তু ভয় পেয়ে হারলে সেটা অনেক বেশি কষ্ট দেয়।”

ভারত টুর্নামেন্ট থেকে আগে-ভাগে বিদায় নিলেও শিরোপা জেতা হয়নি ঐ গ্রুপের দুই শীর্ষ দল পাকিস্তান ও নিউজিল্যান্ডের। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে নিউজিল্যান্ড এবং ফাইনালে ওয়েড ঝড়ে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে পাকিস্তান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ