ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

হেডের সর্বনাশে, খাজার পৌষমাস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০২ ১৩:৪৪:১০
হেডের সর্বনাশে, খাজার পৌষমাস

হেডের অনুপস্থিতিতে প্রায় আড়াই বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট একাদশে জায়গা পেতে যাচ্ছেন খাজা। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজের পর স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি। চলমান অ্যাশেজ সিরিজ দিয়ে আবার স্কোয়াডে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। প্রথম তিন ম্যাচে সুযোগ না পেলেও হেডের সর্বনাশই খাজার জন্য পৌষ মাস হয়ে এলো চতুর্থ ম্যাচে।

অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দেওয়ার পর আর ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় প্রায় এক মাস ম্যাচ অনুশীলনের বাইরে আছেন খাজা। তবুও ছন্দ ফিরে পেতে আত্মবিশ্বাসী এই ব্যাটার।

খাজা বলেন, “সুযোগ পাওয়া সবসময়ই আনন্দের ব্যাপার। আমি প্রায় এক মাস ম্যাচ খেলার মধ্যে নেই- তবুও ছন্দ পেতে বেশি সময় লাগবে না। আমি যদি খেলতে নামি এবং আধা ব্যাট করতে পারি তাহলেই আমি সেই ছন্দ খুঁজে পাবো।”

তিনি যে খুব সীমিত সুযোগ পেতে যাচ্ছেন তা ভালো করেই জানেন খাজা। তাই সুযোগটিতে শতভাগ কাজে লাগাতে চান। খাজা বলেন, “আমি জানি, আমি যদি খেলি তাহলে মাত্র একটি ম্যাচের জন্য সুযোগ পাব। তাই আমি চেষ্টা করব ভালো খেলার, একটি শতক হাঁকানোর এবং হেডের অনুপস্থিতিতে দলকে ভালো কিছু দেওয়ার জন্য।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ