ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশকে গুটিয়ে দিতে নতুন রেসিপি খুঁজে পেয়েছে নিউজিল্যান্ড জানালেন বোল্ট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৩ ২২:৪৮:৩১
বাংলাদেশকে গুটিয়ে দিতে নতুন রেসিপি খুঁজে পেয়েছে নিউজিল্যান্ড জানালেন বোল্ট

নিউজিল্যান্ডে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে স্পষ্টভাবেই এগিয়ে আছে বাংলাদেশ। ৬ উইকেটে ৪০১ রান করে দিন শেষ করেছে তারা। ইতিমধ্যে ৭৩ রানের লিড পেয়ে গেছে সফরকারীরা।

এমন উইকেট আশা না করলেও এখানে খেলার ইতিবাচক দিক দেখছেন বোল্ট, ‘আমার মনে হয় এটা দারুণ সুন্দর জিনিস। আমরা হয়তো আশা করিনি এত ভালো উইকেট হবে।’ কিউই বোলারদের ব্যর্থতার পেছনে বাংলাদেশি ব্যাটারদের সাফল্যও সামনে আনলেন বাঁহাতি পেসার, ‘আমার মনে হয়েছে, রাচিন (রবীন্দ্র) যেভাবে কয়েক ওভার বল করেছে, এটা আসলে বোলারদের স্মার্ট বোলিংয়ের ওপর নির্ভর করে।

আমাদের সবচেয়ে শক্তিশালী রেসিপি বের করতে হবে। বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। তারা সুন্দর খেলেছে। ম্যাচটি বেশ ভালোভাবে সাজানো হয়েছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘তারা (বাংলাদেশের ব্যাটার) সংকল্পবদ্ধ ছিল। আমাদের ফিরে আসতে ও স্পেলের পর স্পেল বল করতে বাধ্য করেছে। এটাই মূলত টেস্ট ক্রিকেট। উইকেট অবশ্যই বেশ ভালো। আমরা যেভাবে সেখানে ঝুলে ছিলাম, ম্যাচকে খুব বেশি এগিয়ে যেতে দেইনি। শেষ দিকে জোড়া উইকেট পেয়ে ভালো লাগছে।’

বোল্ট মনে করেন, মঙ্গলবার প্রথম সেশনেই বোঝা যাবে এই টেস্টের ভাগ্যে কী আছে, ‘আগামীকাল (মঙ্গলবার) আমাদের জন্য একটি বড় দিন। আশা করছি আমরা শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারবো।

দেখে মনে হচ্ছে, এই টেস্ট ম্যাচ চূড়ান্ত পর্যায়ে যাবে। বাংলাদেশ একবারই ব্যাট করতে চাইবে। আর বড় স্কোর করতে চাইবে। তারা গত কয়েকদিনের মতোই আমাদের ওপর চাপ সৃষ্টি করতে চাইবে। তিনটি ফলাফলই (জয়, হার, ড্র) হতে পারে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ