সাকিব ছাড়া আমাদের সবাইকেই কষ্ট সহ্য করতে হয়েছে : মাশরাফি

এর বাইরে মাহমুদউল্লাহ খেলছেন কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি, তামিম ইকবাল দীর্ঘসময় ধরেই চোটের কারণে দলের বাইরে। সাকিব আল হাসানকে সব সিরিজে পাওয়া যাচ্ছে না। কেবল মুশফিকুর রহিমই তিন ফরম্যাটেই এখন বাংলাদেশের নিয়মিত মুখ।
ফলে এখন নতুন ক্রিকেটারদের ওপর ভর করেই এগোচ্ছে টিম বাংলাদেশ। কিন্তু এতে নানা সমস্যায়ও পড়তে হচ্ছে। কারণ, নতুনরা আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারছে না।
এতে করে সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। পাশাপাশি নির্বাচক কমিটি ও বিসিবির সমালোচনা করছেন কেউ কেউ। তাদের ভাষ্য, পঞ্চপান্ডবের বিকল্প তৈরি করতে ব্যর্থ বিসিবি।
তাইতো মাশরাফিকে পেয়েই এ প্রশ্নটা আবারও করেছেন সাংবাদিকরা। গতকাল (২ জানুয়ারি) আইজিপি কাপ কাবাডির ফাইনাল ম্যাচ দেখতে গেলে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে প্রশ্ন করা হয়, কেন তাদের জায়গাটা নিতে পারছেন না কেউ? জবাবে মাশরাফি সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে আনলেন।
তিনি বলেন, ‘যে পাঁচজনের (পঞ্চপাণ্ডব) কথা বলছেন, আমরা খুবই সৌভাগ্যবান ছিলাম। কারণ, আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না।
আমাদের শুরুর দিকের ক্যারিয়ার দেখলেই বুঝতে পারবেন, সবারই কিন্তু দীর্ঘসময় স্ট্রাগল করে এই পর্যায়ে আসতে হয়েছে। তখন যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে কিন্তু এত দূর খেলতে পারতাম না। এটা (সোশ্যাল মিডিয়া) একটা সমস্যা।’
মূলত সোশ্যাল মিডিয়ায় হওয়া সমালোচনার দিকেই ইঙ্গিত করেছেন মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘যখন তরুণ খেলোয়াড়েরা আসছে, তাদের ওপর সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব পড়ছে। এতে করে পারফরম্যান্স ধরে রাখা সহজ নয়।
একজন খেলোয়াড় পারফর্ম করতে না পারলেই চারদিক থেকে আক্রমণ (সমালোচনা) করা হয়। তখন তারা মানসিকভাবে ভেঙে পড়ে। তরুণদের প্রতি আমাদের সমর্থনটা প্রয়োজন।’
এ সময় তরুণদের নিয়ে আরও ধৈর্য ধরার পরামর্শ দিয়ে মাশরাফি বলেন, ‘সাকিব হয়তো আলাদা। কিন্তু তামিমকে দেখেন, আমাকে দেখেন, মুশফিককে দেখেন, সবাই কিন্তু ক্যারিয়ারের শুরুতে স্ট্রাগল করে আসছি, বাদ পড়েছি। হয়তো তামিম বাদ পড়েনি।
তবে সেও কিন্তু তখন আজকের তামিম ছিল না। সাকিব ছাড়া সবাইকেই কষ্ট করে এই পর্যায়ে আসতে হয়েছে। এখন পরিস্থিতি ভিন্ন, সবাই পারফরম্যান্স চায়। আপনাকে এটাও মনে রাখতে হবে, আন্তর্জাতিক ক্রিকেট এতটা সহজ না। আপনি এসেই পারফরম্যান্স পাবেন না, সবকিছুই ধৈর্যের ব্যাপার।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: অবিশ্বাস্য ভাবে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল: ২৮ মিনিটে ২ গোল, সরাসরি দেখুন (Live)
- চলছে আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল: প্রথমার্ধের খেলা শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: ব্যাটিংয়ে ভারত, সরাসরি দেখুন (Live)
- আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- রেকর্ড ডিভিডেন্ডের চমক: দুই কোম্পানি থেকে ৩৩৭ কোটি টাকার নগদ লভ্যাংশ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: বোলিংয়ে বাংলাদেশ, সরাসরি দেখুন (Live)
- স্বর্ণের দামে বড় পতন, কারণ কি, সোনার ভরি কত
- আর্জেন্টিনা বনাম মরক্কো ফাইনাল: শেষ হাসি কে হাসলো, জানুন ফলাফল
- বোর্ড সভার তারিখ জানালো ৭ কোম্পানি, আসছে ইপিএস
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: সরাসরি দেখুন (Live)
- আজ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি