ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ব্রেকিং নিউজ: ২৭ চার ও ৩ ছক্কায় ডাবল সেঞ্চুরি করলেন মিঠুন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৪ ১৩:৫৮:৪০
ব্রেকিং নিউজ: ২৭ চার ও ৩ ছক্কায় ডাবল সেঞ্চুরি করলেন মিঠুন

৪ উইকেটে ১৮৪ রান নিয়ে খেলতে নেমে ওয়ালটন মধ্যাঞ্চল হারিয়েছে আরও একটি উইকেট। ৬৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অধিনায়ক শুভাগত হোম চৌধুরী শতক হাঁকিয়ে ফিরেছেন সাজঘরে। বিদায়ের আগে ২১৯ বলে ১১৬ রান করেন তিনি।

শুভাগত বিদায় নিলেও এখনও লড়ছেন মিঠুন। লাঞ্চ বিরতির আগেই পূর্ণ করেন দেড়শ। লাঞ্চের পর রানের গতি বাড়িয়ে ২৭টি চার ও ৩টি ছক্কায় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ২৮৬ বলের মোকাবেলায়। মিঠুনের ক্যারিয়ারে এটাই প্রথম ২০০ রানের কীর্তি। এই প্রতিবেদন লেখার সময় ঠিক ২০০ রান করে অপরাজিত আছেন তিনি।

৫ উইকেটে ৩৬৫ রান সংগ্রহ করা মধ্যাঞ্চল এখনও ২২ রানে পিছিয়ে আছে। তবে দলটি বেশ ভালোভাবেই দেখছে বড় লিডের স্বপ্ন। মিঠুনের সাথে ক্রিজে লড়ছেন জাকের আলী অনিক। ৬৪ বলে ২৪ রান করে অপরাজিত আছেন তিনি। বিসিবি দক্ষিণাঞ্চলের পক্ষে চারটি উইকেটই শিকার করেছেন ফরহাদ রেজা।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮৭ রান জড়ো করে দক্ষিণাঞ্চল। এরপর ১৬ রানে মধ্যাঞ্চলের ৪ উইকেটের পতন ঘটালেও দক্ষিণাঞ্চল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর

টস : ওয়ালটন মধ্যাঞ্চল

বিসিবি দক্ষিণাঞ্চল : ৩৮৭/১০ (১১১.৩ ওভার)

জাকির ১০৭*, বিজয় ৭৬, ফরহাদ রেজা ৭১, পিনাক ৬৫

মুরাদ ১০১/৫, শুভাগত ৫১/৩, রনি ৭৬/২

ওয়ালটন মধ্যাঞ্চল : ৩৬৫/৫ (৯৯.৪ ওভার)

মিঠুন ২০০*, শুভাগত ১১৬, জাকের ২৪*

ফরহাদ রেজা ৫৩/৪

মধ্যাঞ্চল ২২ রানে পিছিয়ে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ