ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

আগামীকাল জেতার জন্য খেলতে নামবো: এবাদত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৪ ১৪:৪৫:২৫
আগামীকাল জেতার জন্য খেলতে নামবো: এবাদত

নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের ওপর একাই ঝড় বইয়ে দিয়েছেন এবাদত। বিশেষ করে দিনের শেষ সেশনে এক ঘণ্টার স্পেলে ম্যাচটিই বাংলাদেশের পক্ষে নিয়ে এসেছেন তিনি। যেখানে ৭ ওভারে দুই মেইডেনের সাহায্যে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন এবাদত।

সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তার বোলিং ফিগার ১৬ ওভারে ৪ মেইডেনের সাহায্যে ৩৯ রানে ৪ উইকেট। যা টেস্ট ক্রিকেটে তার সেরা বোলিংয়ের রেকর্ড। এবাদতের এই বোলিংয়ের কল্যাণেই চতুর্থ দিন শেষে কার্যত ১৭ রানে ৫ উইকেট অবস্থায় রয়েছে নিউজিল্যান্ড।

কেননা প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ১৩০ রানের। আর চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। ফলে এখন ১৭ রানে এগিয়ে রয়েছে কিউইরা। শেষ দিনে তাদেরকে যত তাড়াতাড়ি অলআউট করতে পারবে বাংলাদেশ, তত কম লক্ষ্য পাওয়া যাবে তাড়া করার জন্য।

আজ দারুণ বোলিং করলেও কাজ শেষ মনে করছেন না দিনের নায়ক এবাদত। আগামীকাল (বুধবার) দলকে জিতিয়েই মাঠ ছাড়তে প্রত্যয়ী এ ডানহাতি পেসার। মঙ্গলবারের খেলা শেষে তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ্ আমরা চেষ্টা করবো আগামীকাল যেনো দেশকে জিতিয়ে (মাঠ থেকে) বের হতে পারি।’

নিউজিল্যান্ডের মাটিতে কখনও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। এখন এসেছে সুবর্ণ সুযোগ। আর এই দলটিই যে সেই সুযোগ কাজে লাগাতে চায়, নতুন ইতিহাস তৈরি করতে চায় সেই বার্তা মিললো এবাদতের দৃপ্ত কণ্ঠে। পাশাপাশি আগের ব্যর্থতার কথাও স্বীকার করে নিয়েছেন তিনি।

এবাদতের ভাষ্য, ‘নিউজিল্যান্ডে যে আগের ম্যাচগুলো খেলেছি, আমরা অতো ভালো করতে পারিনি। কিন্তু এই যে এই দলটা আছে, আমরা এই দলটাই চাচ্ছি নতুন কিছু করে দেশের প্রতিনিধিত্ব করতে, দেশের জন্য ভালো কিছু করতে। আগে আমরা ভালো করতে পারিনি। কিন্তু কেউ না কেউ তো আমাদের দেশের জন্য ভালো করে শুরু করতে হবে। তো আমরা এই দলটাই চেষ্টা করছি, যাতে আমরা অ্যাওয়ে ম্যাচগুলো জিততে শুরু করতে পারি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ