ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

আগামীকাল বাংলাদেশ ইতিহাস গড়বে: হার্শা-আকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৪ ১৫:০১:৩৪
আগামীকাল বাংলাদেশ ইতিহাস গড়বে: হার্শা-আকাশ

তৃতীয় দিনের খেলা দেখে লিটন দাসের ব্যাটিং নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান দিয়েছিলেন হার্শা ভোগলে। আর চতুর্থ দিনের খেলা শেষে পুরো বাংলাদেশ দলের ওপরেই বিমোহিত সময়ের অন্যতম সেরা ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকরা।

নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দূরে থাক, তিন ফরম্যাট মিলে ২০ বছর ধরে সফর করেও কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তারাই এবার উজ্জ্বল সম্ভাবনা জাগিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নদের হারানোর।

ম্যাচের চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের লিড সাকুল্যে ১৭ রানের, হাতে আছে আর মাত্র ৫ উইকেট। শেষ দিনে তাদেরকে যত তাড়াতাড়ি অলআউট করতে পারবে বাংলাদেশ, তত কম লক্ষ্য পাওয়া যাবে তাড়া করার জন্য।

হার্শার আশা, শেষ দিনে হয়তো ম্যাচটি জিতেই যাবে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ব্যতিক্রমী কিছু হতে যাচ্ছে। এটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি মুহূর্ত হবে। তারা স্থির সংকল্পে ব্যাটিং করেছে এবং পেস দিয়ে ম্যাচ জেতার পথে আছে।’

প্রায় একই ভাবনা হার্শার স্বদেশি আকাশ চোপড়ার। ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক ওপেনার অবশ্য সরাসরি বাংলাদেশের জয়ের কথা বলেননি। তবে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রয়েছেন আকাশ।

টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘আমরা কি মনোমুগ্ধকর একটি শেষ দিনের দিকে এগুচ্ছি? যেখানে বাংলাদেশ ইতিহাস গড়বে? নাকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নরা ম্যাচের দান উল্টে দেবে? যেদিকেই যাক, নিঃসন্দেহে কৌতূহলী একটি দিন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ