ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মিরাজকে নিয়ে অবিশ্বাস্য কথা বললেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৪ ১৬:২৮:০২
মিরাজকে নিয়ে অবিশ্বাস্য কথা বললেন সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে মিরাজ বল হাতে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে তাদের দ্রুত অলআউটে দারুণ অবদান রাখেন। আর ব্যাট হাতেও তার ৪৭ রানের কল্যাণে ১৩০ রানের লিড দিতে পেরেছিল বাংলাদেশ।

এর মাধ্যমে একটি মাইফলকেও নাম লেখান। টেস্টে পেরিয়ে গেলেন এক হাজার রানের ঘর। বাংলাদেশের ১৬তম টেস্ট ব্যাটসম্যান হিসেবে মিরাজ হাজার রান পূর্ণ করেছেন। পাশাপাশি দারুণ এক অলরাউন্ড রেকর্ড গড়েছেন। সাদা পোশাকে অনেক আগেই ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মিরাজ।

আজ টেস্টে ১ হাজার রান ও ১০০ উইকেটের তালিকায় নাম লিখলেন তিনি মোহাম্মদ রফিক ও সাকিবের পর তৃতীয় বাংলাদেশি অলরাউন্ডার হিসেবে। নিজেদের ক্লাবের নাম লেখায় মিরাজকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টুইটারে মেহেদী হাসান মিরাজ কে নিয়ে সাকিব বলেন, “মিরাজ হলো বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ