ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের বোলারদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন : রনকি, মুহূর্তেই ভাইরাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৪ ২২:০৫:০৭
বাংলাদেশের বোলারদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন : রনকি, মুহূর্তেই ভাইরাল

ইবাদত হোসেনের চোখে ভালো করার ধারাবাহিকতা ধরে রেখে এই সম্ভাবনাকে পূর্ণতা দেওয়ার স্বপ্ন। মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। প্রথম ইনিংসে ১৩০ রানে পিছিয়ে থাকায় কার্যত তাদের স্কোর ৫ উইকেটে ১৭! ক্রিজে এখন বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের সবশেষ জুটি। রস টেইলরের সঙ্গে আছেন রাচিন রবীন্দ্র। এই জুটিই হতে পারে বাংলাদেশের জয়ের পথে সবেচেয়ে বড় বাধা।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রনকি বললেন, উইকেট ও ম্যাচের পরিস্থিতি মাথায় রেখেও তাদেরকে শেষ দিনে ইতিবাচক ব্যাটিংয়ের পথই বেছে নিতে হবে। “শেষ দিনে ব্যাপারটি হলো, যতটা লম্বা সময় পারা যায় ব্যাট করা। বাউন্স যেরকম দেখা যাচ্ছে (অসম), তাতে দিনের পরের ভাগে বিকল্প অনেক কিছু বের হতেও পারে। আমাদের কালকে আবার নতুন করে শুরু করতে হবে।

যতটা সম্ভব সোজা ব্যাটে খেলতে হবে। কারণ ওদের পেসাররা স্টাম্প সোজা বল করে আমাদের খেলতে বাধ্য করেছে এবং খানিকটা রিভার্স ও অসম বাউন্স মিলিয়ে বেশ ভালো চাপে রেখেছে আমাদের। স্পিনাররাও একইভাবে বল করে নিজেদের মতো খেলতে দেয়নি আমাদের।”

“কালকে আমাদের ইতিবাচক মানসিকতায় নেমে নিশ্চিত করতে হবে যেন, রান করতে পারি। যদি আমরা স্রেফ সময় কাটাতে চাই, তাহলে সময় দ্রুতই ফুরিয়ে যাবে। আমাদের তাই ইতিবাচক ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে যেন খেলাটা এগিয়ে যায়।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ