ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ড্রেসিংরুমে ম্যাচ জয়ের পর গান গায়লো টাইগাররা মূহুর্তেই (ভিডিও ভাইরাল)

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৫ ১০:২০:৪৫
ড্রেসিংরুমে ম্যাচ জয়ের পর গান গায়লো টাইগাররা মূহুর্তেই (ভিডিও ভাইরাল)

এমন জয়ের পর বাঁধনহারা উল্লাস যে বাংলাদেশ দলেরই মানায়। তবু মুশফিকুর রহিমের স্কয়ার কাট থেকে পাওয়া জয়সূচক রানের পর মাঠের মধ্যে তেমন বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়নি ক্রিকেটারদের মধ্যে। যতটা সম্ভব নিজেদের সংযত রেখেই আনুষ্ঠানিকতা সারেন মুমিনুল-মুশফিক-তাইজুলরা।

তবে ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন শেষ করে ড্রেসিংরুমে ফিরে আর ঠেকানো যায়নি ক্রিকেটারদের। নিজেদের চিরায়ত ‘আমরা করবো জয়’ গান গেয়ে ঐতিহাসিক জয়ের উদযাপন করেছেন মুশফিক, মিরাজ, তাসকিনরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছে টাইগারদের উদযাপনের ভিডিও। যেখানে গেছে মুশফিকের আনন্দ যেন একটু বেশিই। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ‘উপভোগ করতে হবে ভাইয়েরা, উপভোগ কর।’

এরপর শুরু হয় দলের সম্মিলিত কণ্ঠে আমরা করবো জয় গান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ