ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

লক্ষ্মণ থেকে ভন সবাই টাইগারদের নিয়ে টুইটারে প্রশংসার ঝড়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৫ ১১:২৮:৪৪
লক্ষ্মণ থেকে ভন সবাই টাইগারদের নিয়ে টুইটারে প্রশংসার ঝড়

ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের টুইট, ‘ মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকলে ভন অভিনন্দন জানিয়ে টুইট করেন, ‘অসাধারণ বাংলাদেশ।’ পঞ্চম দিনের খেলা শুরুতে নিউজিল্যান্ডের উইকেট টুপটাপ করে পড়ার সময়ই বাংলাদেশের জয়ের সুবাস পেয়েছিলেন ভন।

তখন টুইট করেন, ‘নিউজিল্যান্ডে অবিশ্বাস্য পারফর্ম করছে বাংলাদেশ। জিততে পারলে নিশ্চিতভাবেই এটা হবে অন্যতম সেরা জয়।’

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফরের টুইট, ‘খেলাধুলায় আন্ডারডগ দলের চেয়ে প্রেরণাময় কিছু কমই আছে। বাংলাদেশ দলের জন্য দারুণ মুহূর্ত। টুপি খোলা অভিনন্দন।’ অস্ট্রেলিয়ার সাবেক পেসার জ্যাসন গিলেস্পির টুইট, ‘অসাধারণ নৈপূণ্য।’

শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্মের টুইট, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। ভালো খেলেছ।’

সাকিব আল হাসান লিখেছেন,

তামিম ইকবাল তার ফেইসবুক ওয়ালে লিখেছেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন।

বছরের পর বছর বছর, সফরের পর সফর আমরা নিউ জিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউ জিল্যান্ডে গিয়ে নিউ জিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিষ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি!

সবচেয়ে ভালোলাগার বিষয়, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। ইবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেওয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি।

আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন।

সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে, ‘আমরা পারি, আমরা অবশ্যই পারি।’ বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়।

মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ