ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

চলছে সেয়ানে সেয়ানে লড়াই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৫ ২০:৪২:২১
চলছে সেয়ানে সেয়ানে লড়াই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ, দেখেনিন সর্বশেষ স্কোর

প্রথম ইনিংসে ২০২ রান করার পর শার্দুল ঠাকুরের আগুন ঝরানো বোলিংয়ের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকাকে ২২৯ রানে অলআউট করে দেয়ার পর ভারতীয়রা ভেবেছিল, দ্বিতীয় ইনিংসে ভালোভাবেই ঘুরে দাঁড়াবে তারা এবং দক্ষিণ আফ্রিকার সামনে বড়সড় একটি লক্ষ্য দাঁড় করিয়ে দেবে।

কিন্তু প্রোটিয়া পেসারদের আগুনে বোলিংয়ের সামনে বেশিদুর যেতে পারেনি ভারতও। তারা অলআউট হয়ে গেলো ২৬৬ রানে। সর্বোচ্চ ৫৮ রান করেন আজিঙ্কা রাহানে এবং ৫৩ রান করেন চেতেশ্বর পুজারা। হনুমা বিহারি ৪০ রান করে অপরাজিত থেকে যান। শার্দুল ঠাকুর করেন ২৮ রান। মায়াঙ্ক আগরওয়ালের ব্যাট থেকে আসে ২৩ রান। অশ্বিন করেন ১৬ রান।

প্রোটিয়া পেসারদের মধ্যে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি এবং মার্কো জানসেন ছিলেন বিধ্বংসী। তিনজনের হাত থেকে বেরিয়েছে আগুনের গোলা। ৩টি করে উইকেট নিয়েছেন তারা তিনজন। বাকি উইকেটটি নেন দুয়ানে অলিভিয়ের।

জবাব দিতে নেমে অবশ্য এরই মধ্যে একটি উইকেট হারিয়ে বসেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৪৭ রানের মাথায় এইডেন মারক্রামের উইকেট তুলে নেন সেই শার্দুল ঠাকুর। ৩৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন মারক্রাম। দুই নাম্বার উইকেট পিটারশস।

এ রিপোর্ট লেখার সময় ৩০.২ ওভারে ২ উইকেট হারিয়ে৯৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ১৯ রানে ডিন এলগার এবং ২ রানে ব্যাট করছেন রাশিয়া ভানডার ডুশন। জিততে হলে এখনও১৪১ রান করতে হবে তাদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ