ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

টেস্টে সুযোগ পেয়ে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়ে চমক দেখালেন উসমান খাজা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৮ ১২:৩৯:৪০
টেস্টে সুযোগ পেয়ে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়ে চমক দেখালেন উসমান খাজা

৮৬ রানের মধ্যে ৪ ব্যাটারের বিদায়ে দল বিপর্যয়ে পড়লেও খাজা ও গ্রিন দলকে নিয়ে যাচ্ছেন বড় লিডের দিকে। এই প্রতিবেদন লেখার সময় চতুর্থ দিনের শেষ সেশনের খেলা চলছে। ৬৭ ওভার ব্যাট করে ৪ উইকেট হারানো অজিদের সংগ্রহ ২৫৮ রান। ইতোমধ্যে দলটির লিড ৩৮০ রানের।

এর আগে ২৫৮ রান নিয়ে ব্যাট করা নামা ইংল্যান্ড বাকি ৩ উইকেট হারায় ২৯৪ রানে। ১১৩ রানে থামে জনি বেয়ারস্টোর ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে স্কট বোল্যান্ড শিকার করেন চারটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন, ৩য় সেশন)

টস : অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৪১৬/৮ ডি. (৭০ ওভার)খাজা ১৩৭, স্মিথ ৬৭ব্রড ১০১/৫, রুট ৩৬/১

ইংল্যান্ড ১ম ইনিংস : ২৯৪/১০ (৭৯.১ ওভার)বেয়ারস্টো ১১৩, স্টোকস ৬৬,বোল্যান্ড ৩৬/৪, কামিন্স ৬৮/২

অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২৫৮/৪ (৬৭ ওভার)খাজা ১০১*, গ্রিন ৬৭*, লাবুশেন ২৮উড ৬৫/২, লিচ ৭৮/২

অস্ট্রেলিয়ার লিড ৩৮০ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ