ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটারকে দলে নিল সাকিবের বরিশাল, দেখেনিন চূড়ান্ত স্কোয়াড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ০৯ ১২:২৯:৫১
ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটারকে দলে নিল সাকিবের বরিশাল, দেখেনিন চূড়ান্ত স্কোয়াড

ফ্র্যাঞ্চাইজির দলীয় সূত্র ডোয়াইন ব্রাভো ও মুনিম শাহরিয়ারকে দলভুক্ত করার বিষয়টি বিডিক্রিকটাইমকে বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রাভোকে নেওয়া হয়েছে মূলত দানুশকা গুনাথিলাকার বদলি হিসেবে। শ্রীলঙ্কান ক্রিকেটার গুনাথিলাকার আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিপিএলে খেলার অনাপত্তিপত্র পাবেন না তিনি। তাই তার বদলি হিসেবে নেওয়া হয়েছে ডোয়াইন ব্রাভোকে।

সুজনকে কৃতিত্ব দিলেন মুনিম; উন্নত অনুশীলনের সুযোগের প্রত্যাশাডিপিএলে মারকুটে ব্যাটিং উপহার দিয়েছিলেন মুনিম শাহরিয়ার। ফাইল ছবিআগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের এবারের আসর। ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে অষ্টম বিপিএলের।

একনজরে বিপিএলে ফরচুন বরিশালের স্কোয়াড

বিদেশি : ক্রিস গেইল, মুজিব উর রহমান, ডোয়াইন ব্রাভো, ওবেদ ম্যাককয়, আলজারি জোসেফ, নিরোশান ডিকওয়েলা।

দেশি : সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর, সানজামুল ইসলাম ও মুনিম শাহরিয়ার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ