ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিপিএলে প্রথম ম্যাচে মাঠে নামছে বরিশাল বনাম চট্টগ্রাম, দেখেনিন দুই দলের সম্ভাব্য একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১০ ১৩:২০:২৯
বিপিএলে প্রথম ম্যাচে মাঠে নামছে বরিশাল বনাম চট্টগ্রাম, দেখেনিন দুই দলের সম্ভাব্য একাদশ

প্রকাশিত সূচি অনুযায়ী বিপিএলের অষ্টম আসরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চেলেঞ্জার্স ও ফরচুন বরিশাল। নিজেদের প্রথম ম্যাচে কোন একাদশ নিয়ে মাঠে নামছে দুই দল তা এবার দেখে নেয়া যাক।

ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। তার অধীনে একাদশে বিদেশি ক্রিকেটার হিসেবে দেখা যাবে অন্তত তিনজনকে। যেখানে রয়েছেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, ওবেদ ম্যাককয় ও আলজেরি জোসেফরা। তবে গেইল শুরুর দিকে আনা আসায় প্রথম ম্যাচে একাদশে দেখা যেতে পারে মুজিব উর রহমান, ডোয়াইন ব্রাভো ও আলজেরি জোসেফকে।

এছাড়া দেশী ক্রিকেটার হিসেবে তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ইরফান শুক্কুররা থাকতে পারেন দলের ভরসার নাম হয়ে।

অন্যদিকে শক্তিশালী বরিশালকে মোকাবেলা করতে চট্টগ্রাম চেলেঞ্জার্সও মুখিয়ে থাকবে প্রথম ম্যাচ থেকেই। দলটিতে বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন বেনি হাওয়েল, কেনার লুইস, উইল জ্যাকস, রায়াদ এমরিটসরা। প্রথম ম্যাচের একাদশে এখান থেকে জায়গা মিলবে অন্তত তিনজনের।

সেই সাথে দেশী ক্রিকেটার হিসেবে দলটিতে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, নাঈম ইসলাম, মেহেদি হাসান মিরাজ, শামিম পাটোয়ারি কিংবা শরিফুল ইসলামদের মত তারকারা। তাই বরিশালের বিপক্ষে তরুণ ক্রিকেটারদের নিয়েই ছক কষতে পারে চট্টগ্রাম।

এক নজরে দেখে নেয়া যাক দুই দলের সম্ভাব্য সেরা একাদশ

ফরচুন বরিশালঃ সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, আলজেরি জোসেফ, মুজিব উর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ফজলে মাহমুদ রাব্বী।

চট্টগ্রাম চেলেঞ্জার্সঃ সাব্বির রহমান, কেনার লুইস, বেনি হাওয়েল, উইল জ্যাকস, আফিফ হোসেন ধ্রুব, শামিম পাটোয়ারি, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজ, নাঈম ইসলাম, আকবর আলি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ