ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

একদিন মেগা স্টার হবে লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১৫ ১৭:৩১:১১
একদিন মেগা স্টার হবে লিটন

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যর্থতার জন্য লিটন ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। যার কারণে দল থেকে বাদ পড়েছেন তিনি। তবে টেস্টের জার্সির ফরম্যাটও পাল্টে দিয়েছেন এই ব্যাটসম্যান।

দারুণ ফর্মে থাকা লিটন পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। লিটনের এমন ব্যাটিং দেখে বাকি সবার মত মুক্ত লিটনের প্রথম কোচ ও জাতীয় দলের বর্তমান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

গণমাধ্যমের সাথে আলাপকালে লিটনকে প্রশংসায় ভাসিয়ে সুজন বলেন, ‘লিটনের বয়স যখন ১৩ তখন আমি মনে হয় ওর প্রথম কোচ। ছোট লিটন… প্যাড পরলেই মনে হয় ব্যাটিং প্যাড হয়ে যেত আরকি। লিটনকে তো ঐ সময় থেকে দেখছি।’

মাউন্ট মঙ্গানুই ও ক্রাইস্টচার্চ টেস্টে লিটনের ব্যাটিং দেখে মুগ্ধ সুজন। শিষ্যকে মূল্যায়ন করতে গিয়ে ভবিষ্যদ্বাণী করলেন- একদিন মেগা স্টার হবেন লিটন।

সুজনের ভাষায়, ‘লিটনের ব্যাটিং গুড টু ওয়াচ। একেকটা মানুষ একেকরকম হয়। একেকজনের মানসিকতা একেকরকম হয়। লিটনকে পড়তে হবে, ও কী চায়, সবাই তো একরকম না। লিটন বাংলাদেশের মেগা স্টার হবে- এটুকুই বলতে চাই শুধু। সে দারুণ খেলোয়াড়, নতুন করে বলার কিছু নেই। যে দুটি ইনিংস খেলেছে… প্রতিপক্ষ বোলারদের বোলারই মনে হয়নি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ