ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নতুন রেকর্ড: একদিনে ১৭ উইকেট, স্টুয়ার্ড ব্রডের অবিশ্বাস্য রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১৬ ১০:৩০:২৮
নতুন রেকর্ড: একদিনে ১৭ উইকেট, স্টুয়ার্ড ব্রডের অবিশ্বাস্য রেকর্ড

ছয় উইকেটে ২৪১ রান দিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩০৩ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৮৮ রানে। দলের ব্যাটারদের কেউ চল্লিশের ঘরও ছুঁতে পারেননি।

দলীয় সর্বোচ্চ ৩৬ রান আসে আট নম্বরে নামা ক্রিস ওকসের ব্যাট থেকে। জো রুট ৩৪, স্যাম বিলিংস ২৯ আর ডেভিড মালান করেন ২৪ রান।

অসি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। ৪৫ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন এই পেসার। ৫৩ রানে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের তোপে পড়েছে অস্ট্রেলিয়াও। টানা দ্বিতীয় ইনিংসে শূন্য করে স্টুয়ার্ট ব্রডের শিকার হয়েছেন ডেভিড ওয়ার্নার। ক্রিস ওকস তুলে নিয়েছেন অসি ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ মার্নাস লাবুশেনকে (৫)। তাতে ৫ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

স্টিভেন স্মিথ আর উসমান খাজা সেই বিপর্যয় সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন। তৃতীয় উইকেটে তারা ১১ ওভার কাটিয়ে দেন, যোগ করেন ২৮ রান। মাটি কামড়ে ধরার চেষ্টা করা খাজাকে দিনের শেষ সময়ে এসে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে জুটিটি ভেঙেছেন মার্ক উড।

এরপর নাইটওয়াচম্যান হিসেবে স্কট বোল্যান্ডকে উইকেটে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। ২৫টি বল খেলেও ফেলেছেন তিনি, অপরাজিত ৩ রানে। তার সঙ্গে স্মিথ ৩৭ বলে ১৭ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামবেন।

এইদিনে বল হাতে ইংল্যান্ডের হয়ে অ্যাসেজে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন স্টুয়ার্ড ব্রড। ইয়ান বোথামের ১২৮ উইকেট টপকে ব্রডের উইকেট সংখ্যা এখন ১২৯টি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ