ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

বিপিএলের প্রথম ম্যাচে সময় পরিবর্তন দেখেনিন যখন মাঠে নামছে চট্টগ্রাম বনাম বরিশাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১৬ ১৬:৩৫:০৭
বিপিএলের প্রথম ম্যাচে সময় পরিবর্তন দেখেনিন যখন মাঠে নামছে চট্টগ্রাম বনাম বরিশাল

এবারের বিপিএলের সূচিও কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে। এবারের বিপিএলে মোট ৩৪টি ম্যাচ রয়েছে। যেখানে প্রথম পর্বের ম্যাচগুলো হবে ডাবল হেডার পদ্ধতিতে। অর্থাৎ এই বিপিএলে প্রতিদিন দুটি করে ম্যাচ। এছাড়া প্লে-অফ ও কোয়ালিফায়ারসহ ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে।

এদিকে প্রকাশিত সূচি অনুযায়ী বিপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রাম চেলেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। ২১ জানুয়ারি এই দুই দলের মধ্যকার লড়াই দিয়েই মাঠে গড়াবে এবারের আসর।

এবারের আসরে ফরচুন বরিশাল তারকাবহুল দল গঠন করেছে। প্লেয়ার্স ড্রাফটের আগে সাকিব আল হাসানকে দলে নিয়ে চমক দেখানোর পর ড্রাফটের আগে শেষ মুহূর্তে তারা স্কোয়াডে যুক্ত করেছে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলকে। সেই সাথে আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকেও নিজেদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে দলটি।

দেশী ক্রিকেটার হিসেবেও তারার মেলা রয়েছে বরিশালে। তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, নাজমুল হোসেন শান্ত কিংবা নুরুল হাসান সোহানদের মত পরীক্ষিতরা রয়েছেন বরিশালের স্কোয়াডে।

চট্টগ্রাম চেলেঞ্জার্স কিছুটা তারুণ্যনির্ভর দল গঠন করলেও শক্তিমত্তার দিক থেকে খুব একটা পিছিয়ে নেই তারা। হেড কোচ পল নিক্সনের অধীনে দলটিতে রয়েছেন কেনার লুইস, বেনি হাওয়েল কিংবা উইল জ্যাকসের মত বিদেশি তারকা ক্রিকেটাররা।

এছাড়া দলটির স্কোয়াডে দেশী ক্রিকেটার হিসেবে রয়েছেন সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, শামিম পাটোয়ারি, শরিফুল ইসলাম কিংবা মেহেদি হাসান মিরাজের মত তারকারা।

চট্টগ্রাম চেলেঞ্জার্স বনাম ফরচুন বরিশালের মধ্যকার প্রথম ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ২১ জানুয়ারি দুপুর ১টা ৩০ মিনিটে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ