ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

টাইগারদের পেস বোলিং কোচ হতে প্রস্তুত টেইট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ১৯ ১২:৪২:০৭
টাইগারদের পেস বোলিং কোচ হতে প্রস্তুত টেইট

ওটিস গিবসন চলে যাওয়ায় বাংলাদেশের ফাস্ট বোলিং কোচের পদটি বর্তমানে শূন্য রয়েছে। তিনি অফিসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী কিনা সে সম্পর্কে মিডিয়ার প্রশ্নের ইতিবাচক জবাব দিয়েছেন টেট।

টেইট বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি আগ্রহী। কাকে বেছে নেবে তা চূড়ান্ত করার জন্য তাদের (বিসিবি) হাতে সময় আছে। তবে যদি আমি সুযোগ পাই তাহলে দারুণ হবে।’

এর আগে চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলা টেইট এবার চট্টগ্রামেরই আরেক দলের কোচ। নতুন ভূমিকায় অস্ট্রেলীয় কিংবদন্তি বেশ উচ্ছ্বসিত।

টেইট জানান, ‘আগের মতই একই গুরুত্ব, তবে এবার ভিন্ন রঙ, ভিন্ন ভূমিকা। কোচ হিসেবে এই দলে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এখন একটু নির্ভার, খেলোয়াড় সত্ত্বার চেয়ে কোচ সত্ত্বা ধারণ করা একটু সহজ।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে শিষ্যদের নিয়ে বেশি কাজ করার সুযোগ থাকে না। চট্টগ্রামে রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধদের নিয়ে কাজ করার আগে টেইট গুরুত্ব দিচ্ছেন সম্পর্ক গড়ে তোলার দিকে।

তিনি বলেন, ‘খেলোয়াড় থাকাকালে আমিও বিভিন্ন দেশে লিগ খেলেছি। এ সময় পছন্দের নানা কোচের সাথে কাজ করেছি। অল্প সময়ের জন্য অনেক খেলোয়াড় নিয়ে কাজ করতে হয়। অনেককেই আমরা চিনি না। তাই একটু কঠিন। প্রথম ৪-৫ দিন মানিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট শেষ করে যেতে যেতে অবশ্য অনেক সুন্দর সম্পর্ক হয়ে যাবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ