ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

এইমাত্র শেষ হলো ঢাকা বনাম চট্টগ্রামের টস, দেখেনিন একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২২ ১৭:১১:১৭
এইমাত্র শেষ হলো ঢাকা বনাম চট্টগ্রামের টস, দেখেনিন একাদশ

আসরের প্রথম দিনেই মাঠে নেমেছিল ঢাকা ও চট্টগ্রাম। উদ্বোধনী ম্যাচে বরিশালের কাছে হারের মুখ দেখে চট্টগ্রাম। এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ৬ উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে যায় বরিশাল। হাতে ছিল আরো ৮ বল।

অন্যদিকে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করে ঢাকা। জবাবে ১ ওভার বাকি রেখে ৫ উইকেটে ১৮৬ রান করে জয়ের স্বাদ নেয় খুলনা। অর্থাৎ দুই দলই হারের মুখ দেখেছে। তবে আজ যেকোনো এক দল আসরে নিজেদের প্রথম জয়ের মুখ দেখবে, সেটা নিশ্চিত।

চটগ্রাম নিজেদের প্রথম ম্যাচ হেরেছে ব্যাটারদের ব্যর্থতায়। বোলাররা যথাসাধ্য চেষ্টা করলেও স্কোরবোর্ডে তারা যথেষ্ট রান করতে পারেনি। অন্যদিকে ঢাকার হারের কারণ ছিল বোলিং বিভাগের ব্যর্থতা। এমতাবস্থায় নিজেদের দুর্বল দিক কোন দল কতটা ঠিক করতে পেরেছে, সেটাই এ ম্যাচে প্রকাশ পাবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ