ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

পয়েন্ট টেবিল নিয়ে ভাবছে না কুমিল্লা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৬ ১২:৩১:৫১
পয়েন্ট টেবিল নিয়ে ভাবছে না কুমিল্লা

রোডস বলেন একটি কাঙ্ক্ষিত শুরু হয়েছে, যা আত্মবিশ্বাসের দিক থেকে দলকে অনেক এগিয়ে দিয়েছে। তবে একই সঙ্গে রোডস চান ইমরুল কায়েসের দল যেন হাওয়ায় ভাসতে না থাকে।

তিনি বলেন, ‘ইমরুল দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছে। প্রথম ম্যাচেও ভালো করেছে। অধিনায়ক হিসেবে সে পরিপক্ব হয়ে উঠছে। এটা ভালো লক্ষণ। সালাউদ্দিন অনেক খুশি। আমরা মাটিতেই পা রাখছি। সামনে অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। ছেলেদের স্বাধীনভাবে খেলতে দিতে হবে। এই জয়গুলো উপভোগ করে সামনের ম্যাচগুলোর জন্য প্রস্তুত হতে হবে।’

‘দুই ম্যাচে দুই জয়, ভালো শুরু। আজকের পারফরম্যান্স আরও বেশি পেশাদার ছিল। স্কোরবোর্ডে এই রান যথেষ্ট ছিল। শিশিরের মধ্যেও বোলাররা, বিশেষত স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে। ২-১টি অসাধারণ ক্যাচও হয়েছে। বিশেষ করে ফাফ ডু প্লেসির ক্যাচটা। এই পারফরম্যান্সে আমরা কোচিং স্টাফরা অনেক খুশি।’

কুমিল্লা তাদের দুটি ম্যাচই খেলেছে শীর্ষস্থানীয় ৩ পারফর্মার ছাড়া। তারকা ওপেনার লিটন দাস এখনও মাঠে নামেননি। অসুস্থতায় মাঠের বাইরে সুনীল নারাইনও। মঈন আলীরও যোগ দেওয়া বাকি। তারা যোগ দিলে দলের শক্তিমত্তা আরও বৃদ্ধি পাবে।

রোডস বলেন, ‘নারাইন শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি অলরাউন্ডারদের একজন। লিটন এখনও দলে আসার বাকি। মঈনও আসবে। শুরুতে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করতে চাই।’

বাংলাদেশের সাবেক এই কোচ বিপিএলে কাজ করতে পেরে বেজায় খুশি। তিনি বলেন, ‘আমি এখানে ফিরে বিপিএলে কাজ করতে চেয়েছিলাম। ২০১৯ সালে বিপিএল দেখে মুগ্ধ হয়েছিলাম। এবার যুক্ত হতে পেরে তাই ভালো লাগছে। এটা ভালো একটি প্রতিযোগিতা।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ