ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

হারের বৃত্তে ঘূরতে থাকা মিনিস্টার ঢাকায় আরও দুই বিদেশী তারকা ক্রিকেটার, দেখেনিন চূড়ান্ত স্কোয়াড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৬ ২১:১৪:৩৬
হারের বৃত্তে ঘূরতে থাকা মিনিস্টার ঢাকায় আরও দুই বিদেশী তারকা ক্রিকেটার, দেখেনিন চূড়ান্ত স্কোয়াড

দুজনেই আফগানিস্তানের। আফগান স্পিনার কাইস আহমেদকে সরাসরি দলে নেয় ঢাকা। দলটি ড্রাফটের বাইরে থেকে অন্য আফগান বাঁ-হাতি পেসার ফজল হক ফারুকীকে বেছে নিয়েছে। দুজনেই বাংলাদেশে পৌঁছেছেন। ঢাকায় আগামী ম্যাচে মাঠে নামতে প্রস্তুত দুজনই।

ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এখন চট্টগ্রামে। চট্টগ্রাম পর্বে মিনিস্টার ঢাকার প্রথম ম্যাচ আগামী শুক্রবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেদিন সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে ঢাকা।

দুই আফগানিকে পেয়ে ঢাকা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার বিষয়। স্কোয়াড তারকায় ঠাঁসা হলেও এখন পর্যন্ত তার প্রত্যাশিত সুফল পায়নি ঢাকা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতই হেরেছে দলটি। যাতে প্লে-অফের সমীকরণটা বেশ কঠিনই হয়ে পড়েছে দলটির।

মিনিস্টার ঢাকা স্কোয়াড:

সরাসরি: মাহমুদউল্লাহ, নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)।

ড্রাফট থেকে দেশি: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ ও ইবাদত হোসেন।

ড্রাফট থেকে বিদেশি: মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকি (আফগানিস্তান)।

ড্রাফট শেষ হওয়ার পর: রিশাদ হোসেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ