ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নাঈম ইসলাম ৭৪৯, বিজয় ৭২৮, জাকির ৪৮৭, মোসাদ্দেক ৪৭৭, পারভেজ ২০, রাকিবুল ১৯, অপু ১৭

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৭ ১৯:৪০:২৩
নাঈম ইসলাম ৭৪৯, বিজয় ৭২৮, জাকির ৪৮৭, মোসাদ্দেক ৪৭৭, পারভেজ ২০, রাকিবুল ১৯, অপু ১৭

পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১০ ম্যাচে জয় পায় ৯টিতে। আবাহনীর জয় ১০ ম্যাচে ৭টি। তিন নম্বরে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে ৭টি ম্যাচ। প্রাইম ব্যাংকের জয় ৬টি। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব আর গাজী গ্রুপ ক্রিকেটার্স পেয়েছে সমান ৫টি করে জয়।

তবে দল ছাপিয়ে খেলোয়াড়রা ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন ব্যাটে-বলে। ব্যাট হাতে দারুণ লড়াই চলছে লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম ও প্রাইম ব্যাংকের এনামুল হক বিজয়ের।

১০ ম্যাচে দুজনেই পেয়েছেন ২টি করে শতক ও ৫টি করে অর্ধশতক। কখনও নাঈম টপকে গেছেন বিজয়কে, কখনও বিজয় নাঈমকে। রাউন্ড পর্ব শেষে অবশ্য এগিয়ে আছেন নাঈম।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে থাকা নাঈমের রান ৭৪৯। দুই নম্বরে থাকা বিজয় করেছেন ৭২৮ রান। এই দুজনের থেকে অনেক দূরে রয়েছেন তিন নম্বরে থাকা রূপগঞ্জ টাইগার্সের জাকির হোসেন (৪৮৭ রান)। চার নম্বরে থাকা আবাহনী লিমিটেডের মোসাদ্দেক হোসেন করেছেন ৪৭৭ রান।

তবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় এক নম্বরে নেই বাংলাদেশি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ভারতীয় রিক্রুট পারভেজ রসুল ১০ ম্যাচে নিয়েছেন ২০টি উইকেট। ৯২.৫ ওভার বোলিং করে ওভার প্রতি রান দেন ২.৮৫ করে।

দুই নম্বরে রয়েছেন প্রাইম ব্যাংকের রাকিবুল হাসান। ৪.৪২ ইকনোমিতে ১৯ উইকেট নিয়েছেন এই স্পিনার। তিন নম্বরে রয়েছেন আরেক ভারতীয় অল-রাউন্ডার চিরাগ জানি। লিজেন্ডস অব রূপগঞ্জের এই মিডিয়াম পেসার নিয়েছেন ১৮টি উইকেট। ১৭ উইকেট করে নিয়েছেন তিন জন মোহামেডানের নাজমুল ইসলাম অপু, গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাজী অনিক ও খেলাঘর সমাজ কল্যাণের মাসুম খান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ